পুঁজিবাজার
স্কয়ার টেক্সটাইলের পর্ষদ সভার তারিখ নির্ধারণ
পুঁজিবাজারে তালিকাভুক্ত স্কয়ার টেক্সটাইল পিএলসি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ২১ অক্টোবর, বিকাল ৩টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, সভায় ৩০ জুন,২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে কোম্পানিটি তা প্রকাশ করবে।
সভায় আলোচ্য হিসাববছরের বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
এসএম
পুঁজিবাজার
লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন
সপ্তাহের প্রথম কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, রবিবার (০৭ ডিসেম্বর) কোম্পানিটির ১৭ কোটি ০১ লাখ ৫৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল খান ব্রাদার্স। কোম্পানিটির ১১ কোটি ৫৩ লাখ ৫১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ৮ কোটি ৮৯ লাখ ৯১ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে খান ব্রাদার্স পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- ডোমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড, মিডল্যান্ড ব্যাংক, বিডি থাই ফুড, নোয়ার গ্যালভানাইজিং, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, লাভেলো আইসক্রিম, মেট্রো স্পিনিং এবং ফাইন ফুডস লিমিটেড।
এসএম
পুঁজিবাজার
সূচকের পতনে ৬ মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন
সপ্তাহের প্রথম কর্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দুই শতাধিক কোম্পানির দরপতন হয়েছে। সেই সঙ্গে টাকার অংকে গত ৬ মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, রবিবার (৭ ডিসেম্বর) ডিএসইতে মূল্যসূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসই’র প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৩ দশমিক ৯২ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৮৭২ পয়েন্টে।
অন্য সূচকগুলোর মধ্যে শরীয়াহ সূচক ‘ডিএসইএস’ ৩ দশমিক ৮৭ পয়েন্ট এবং ডিএস-৩০ সূচক ৫ দশমিক ৫১ পয়েন্ট কমে যথাক্রমে ১০২০ ও ১৮৮৬ পয়েন্টে দাঁড়িয়েছে।
আজ ডিএসইতে ২৬৭ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগে গত ১৫ জুন সর্বনিম্ন লেনদেন হয়েছিলো ২৬৩ কোটি ০২ লাখ টাকা।
আজ ডিএসইতে লেনদেন হয়েছে ৩৮৭টি কোম্পানির। এর মধ্যে দর বেড়েছে ১১০টির, কমেছে ২০৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৮টির।
এসএম
পুঁজিবাজার
স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের নাম সংশোধনে সম্মতি
পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেডের নাম পরিবর্তনের অনুমতি দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এখন থেকে কোম্পানিটির নাম ‘স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেড’-এর পরিবর্তে ‘স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স পিএলসি’ হবে। আগামীকাল ৮ ডিসেম্বর থেকে কোম্পানিটি নতুন নামে পুঁজিবাজারে লেনদেন করবে।
নাম সংশোধন ছাড়া কোম্পানিটির অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।
এসএম
পুঁজিবাজার
নাভানা সিএনজির ক্রেডিট রেটিং সম্পন্ন
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি নাভানা সিএনজি লিমিটেডের ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেড। কোম্পানিটির দীর্ঘমেয়াদী ‘এএ-’ এবং স্বল্প মেয়াদী ‘এসটি-২’ রেটিং হয়েছে।
কোম্পানিটির গত ৩০ জুন, ২০২৫ সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও রেটিং ঘোষণা তারিখ পর্যন্ত সময়ের আনুসাঙ্গিক তথ্যের ভিত্তিতে এ রেটিং নির্ণয় করা হয়েছে।
এসএম
পুঁজিবাজার
ডিএসইতে দুই ঘণ্টায় লেনদেন ১২২ কোটি টাকা
সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের ইতিবাচক প্রবণতায় লেনদেন চলছে। এদিন প্রথম দুই ঘন্টায় টাকা অংকে লেনদেন হয়েছে ১২২ কোটি টাকা। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, রবিবার (৭ ডিসেম্বর) বেলা ১২টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ সূচক ৬ দশমিক ৫০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৮৯৩ পয়েন্টে।
অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ সূচক ২ দশমিক ৬১ পয়েন্ট বেড়ে এবং ‘ডিএস৩০’ সূচক ১ দশমিক ৮৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১০২৭ ও ১৮৯৩ পয়েন্টে।
এদিনে লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১৮৬টি, কমেছে ১১৭টি এবং অপরিবর্তিত রয়েছে ৭১টি কোম্পানির শেয়ারের।
এসএম



