বাংলাদেশ ব্যাংক সম্প্রতি কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদে উল্লেখযোগ্য রদবদল এনেছে। ব্যাংকটির পরিচালনা পর্ষদে ছয়জন নতুন পরিচালক এবং তিনজন স্বতন্ত্র পরিচালক নিয়োগের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
নিয়োগপ্রাপ্ত নতুন ছয়জন পরিচালক হলেন- বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল আইজি (অ্যাডমিন) এ. কে. এম. আওলাদ হোসেন, অ্যাডিশনাল আইজি (ফিন্যান্স) মো. আকরাম হোসেন, অ্যাডিশনাল আইজি (এইচআরএম) আবু নাছের মোহাম্মদ খালেদ, অ্যাডিশনাল আইজি (সিআইডি) মো. ছিবগাত উল্লাহ, অ্যাডিশনাল আইজি (ডেভেলপমেন্ট) সারদার নূরুল আমিন, ডিআইজি (কনফিডেন্সিয়াল) মো. কামরুল আহসান।
স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের সাবেক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ রফিকুল হক এবং আমিন হোসেন অ্যান্ড কোংয়ের ম্যানেজিং পার্টনার মোহাম্মদ তফাজ্জুল হোসেন।
নবনিযুক্ত পরিচালকদের অন্তর্ভুক্তির ফলে কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদ আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে। এই পদক্ষেপ ব্যাংকের সুশাসন, টেকসই প্রবৃদ্ধি এবং শেয়ারহোল্ডার আস্থা আরও সুদৃঢ় করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
কাফি