ক্যাটাগরি: পুঁজিবাজার

জিএসপি ফাইন্যান্সের সর্বোচ্চ দরপতন

সপ্তাহের শেষ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে জিএসপি ফাইন্যান্স কোাম্পানি পিএলসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বৃহস্পতিবার (০৯ অক্টোবর) কোম্পানিটির শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ৩০ পয়সা বা ১০ শতাংশ কমেছে।

দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ইউনিয়ন ব্যাংক পিএলসি। কোম্পানিটির শেয়ার দর ২০ পয়সা বা ১০ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা এসোশ্যাল ইসলামী ব্যাংকের শেয়ার দর কমেছে ৫০ পয়সা বা ৯.৬১ শতাংশ।

এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- গ্লোবাল ইসলামী ব্যাংক, প্রাইম ফাইন্যান্স, বিআইএফসি, ইসিলামিক ফাইন্যান্স, পিপলস লিজিং অ্যান্ড ফাইন্যান্স এবং ফার্স্ট ফাইন্যান্স লিমিটেড।

এসএম

শেয়ার করুন:-
শেয়ার