পুঁজিবাজার
ইনডেক্স এগ্রোর পর্ষদ সভার তারিখ ঘোষণা
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। আগামী ১৬ অক্টোবর বিকাল সাড়ে ৫টায় কোম্পানিটির পর্ষদ সভা অনুষ্ঠিত হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, আলোচিত সভায় ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।
কাফি
পুঁজিবাজার
শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেবে না ঢাকা ডাইং
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ঢাকা ডাইং অ্যান্ড ম্যানুফেকচারিং কোম্পানি লিমিটেড গত ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত জানিয়েছে। কোম্পানিটি আলোচিত বছরের জন্য শেয়ারহোল্ডারদের কোনো লভ্যাংশ দেবে না।
রোববার (৮ ডিসেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্রমতে, সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি ৫ টাকা ৮২ পয়সা লোকসান হয়েছে। আগের বছর শেয়ার প্রতি ২ টাকা ৫৮ পয়সা লোকসান হয়েছিল।
সর্বশেষ বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি ক্যাশফ্লো ছিল ৪ পয়সা, যা আগের বছর ছিল ১ টাকা ৪৭ পয়সা। গত ৩০ জুন, ২০২৫ তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৬ টাকা ৭১ পয়সা।
আগামী ১৬ জানুয়ারি কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৩১ ডিসেম্বর।
এমকে
পুঁজিবাজার
সিএসই শরিয়াহ্ ইনডেক্স থেকে বাদ ১০ কোম্পানি
সিএসইর তালিকাভুক্ত কোম্পানীগুলোর পারফরমেন্স পর্যালোচনার ভিত্তিতে সিএসই শরিয়াহ্ ইনডেক্স চুড়ান্ত করা হয়েছে। নতুন করে যুক্ত করা হয়েছে ১টি কেম্পানি এবং পূর্বের ১০টি কেম্পানি বাদ দেওয়া হয়েছে। সবমিলিয়ে মোট ১১২টি কোম্পানি অর্ন্তভুক্ত করা হয়েছে। আগামী ১৮ ডিসেম্বর থেকে সূচকটি কার্যকর হবে। নতুন করে যুক্ত কোম্পানিটি হলো- হাইডেলবার্গ মেটেরিয়ালস বাংলাদেশ পিএলসি।
রোববার (৭ ডিসেম্বর) সিএসই থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বাদ যাওয়া কোম্পানিগুলো হলো- এএফসি এগ্রো বায়োটেক, এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড, অ্যাসোসিয়েটেড অক্সিজেন, এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ পিএলসি, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি, গ্লোবাল ইসলামি ব্যাংক পিএলসি, ম্যারিকো বাংলাদেশ লিমিটেড, স্যোশাল ইসলামী ব্যাংক পিএলসি, ইউনিয়ন ব্যাংক পিএলসি এবং ইয়াকিন পলিমার লিমিটেড।
চূড়ান্ত সিএসই শরিয়াহ্ ইনডেক্সে অন্তর্ভুক্ত ১১২ কোম্পানিগুলো হলো:- আমরা নেটওর্য়াকস, আমরা টেকনোলজিস, একমি পেস্টিসাইডস লিমিটেড, এডিএন টেলিকম লিমিটেড, অ্যাডভেন্ট ফার্মা লিমিটেড, অগ্নি সিস্টেমস লিমিটেড, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি, আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, আমান কটন ফাইব্রাস লিমিটেড, অ্যাম্বে ফার্মাসিউটিক্যালস্ পিএলসি, আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড, এপেক্স ফুডস লিমিটেড, অ্যাপেক্স স্পিনিং এন্ড নিটিং মিলস্, বঙ্গজ লিমিটেড, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস পিএলসি, বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি লিমিটেড, বারাকা পতেঙ্গা পাওয়ার, বারাকা পাওয়ার লিমিটেড, বাটা শু কোম্পানী (বিডি) লিমিটেড, বিবিএস ক্যাবলস্ পিএলসি, বিডি থাই অ্যালুমিনিয়াম লিমিটেড, বিচ হ্যাচারি, বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লাস্টিকস লিমিটেড।
এছাড়াও রয়েছে, বার্জার পেইন্টস্ বাংলাদেশ, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস্, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস্, কপারটেক ইন্ডাসট্রিজ, ড্যাফোডিল কম্পিউটারস্ পিএলসি, ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস, ডোরিন পাওয়ার জেনারেশসনস এন্ড সিস্টেমস্ লিমিটেড, ড্রাগন সোয়োটার এন্ড স্পিনিং লিমিটেড, ইস্টাণ ক্যাবলস লিমিটেড, ই-জেনারেশন পিএলসি, এস্কয়ার নিট কম্পোজিট পিএলসি, ফার কেমিক্যাল ইন্ডাজট্রিজ লিমিটেড, ফার ইস্ট নিটিং এন্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ফার ইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স কোম্পানী, ফাইন ফুডস লিমিটেড , ফরচুন সুজ লিমিটেড, ফু-ওয়াং ফুডস্ লিমিটেড, গ্লোবাল হ্যাভি ক্যামিকালস লিমিটেড, জিকিউ বল পেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড, গ্রামীনফোন লিমিটেড, হাক্কানী পাল্প এন্ড পেপার মিলস্ পিএলসি, হামিদ ফ্যাব্রিক্স পিএলসি, হাইডেলবার্গ মেটেরিয়ালস বাংলাদেশ পিএলসি, এইচডব্লিউএ ওয়েল টেক্সটাইলস (বিডি) পিএলসি, ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস্ লিমিটেড, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, ইসলামী ইন্সুরেন্স বাংলাদেশ লিমিটেড, ইসলামীক ফাইনান্স এন্ড ইনভেস্টমেন্ট, ইনফরমেশন টেকনোলজি কনসালটেন্টস্ পিএলসি, জেএমআই হসপিটাল রিকুইজিট মানুফেকচারিং, জেএমআই সিরিঞ্জ এন্ড মেডিকেল ডিভাইসেস, কে এন্ড কিউ (বাংলাদেশ), কেডিএস এক্সেসরিজ লিমিটেড, খান ব্রাদারস পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, খুলনা পাওয়ার, কোহিনুর ক্যামিকাল কো. (বিডি) লিমিটেড, লাফার্জ হোলসিম বাংলাদেশ পিএলসি, লিগেসি ফুটওয়ার লিমিটেড, লিন্ডে বাংলাদেশ লিমিটেড, লুব-রেফ (বাংলাদেশ) , এম.এল. ডাইং, মালেক স্পিনিং মিলস্ পিএলসি, মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এমজেএল বাংলাদেশ পিএলসি, মুন্নু সিরামিক্ ইন্ডাস্ট্রিজ, মোজাফ্ফর হোসেন স্পিনিং মিলস্ লিমিটেড, নাহি আলুমিনিয়াম কম্পোজিট প্যানেল লি., ন্যাশনাল ফিড মিল লিমিটেড, নাভানা সিএনজি লিমিটেড, অলেম্পিক এক্সেসরিজ লিমিটেড, অলেম্পিক ইন্ডাস্ট্রিজ লি., প্যাসিফিক ডেনিমস্ লিমিটেড, পদ্মা ইসলামী লাইফ ইন্সুরেন্স লিমিটেড, প্রিমিয়ার সিমেন্ট মিলস পিএলসি, প্রাইম ইসলামী লাইফ ইন্সুরেন্স লি:, প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলস লি., কাশেম ইন্ডাস্ট্রিজ লিমিটেড, আরএকে সিরামিকস্ (বিডি), রহিমা ফুড কর্পোরেশন লিঃ, রংপুর ফাউন্ড্রি লিমিটেড, রংপুর ডেইরি এন্ড ফুড প্রোডাক্টস লিমিটেড, রেকিট বেনকিজার (বাংলাদেশ) লিমিটেড, রবি আক্সিয়াটা পিএলসি।
তালিকায় আরও রয়েছে- সায়হাম কটন মিলস লি, স্যালভো অরগানিক ইন্ডাস্ট্রিজ পিএলসি, সমতা লেদার কমপ্লেক্স লি.,শমরিতা হস্পিটাল লিমিটেড, শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি:, শাহজিবাজার পাওয়ার কো: লি:, শাইনপুকুর সিরামিকস্ লিমিটেড, সিলকো ফামাসিউটিক্যালস্ লিমিটেড, সিলভা ফার্মাসিউটিক্যালস্ লিমিটেড, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লি, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এসকে ট্রিমস এন্ড ইন্ডাস্ট্রিজ লি., সোনালী পেপার এন্ড বোর্ড মিলস লিমিটেড , সামিট এলায়েন্স পোট লিমিটেড, সামিট পাওয়ার লিমিটেড, তাকাফুল ইসলামী ইন্সুরেন্স পিএলসি,দি ডাকা ডাইং অ্যান্ড মানুফেকচারিং কোম্পানি লিঃ, দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রি পিএলস্, তিতাস গ্যাস ট্রান্স. এন্ড ডিস্ট্রি. কো. লি., ট্রাস্ট ইসলামি লাইফ ইন্সুরেন্স লি, ইউনাইটেড পাওয়ার জেনারেশন এন্ড কোম্পানি লিমিটেড, ভিএফএস থ্রেড ডাইং লিমিটেড, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লি. এবং জাহিন স্পিনিং লিমিটেড।
এমকে
পুঁজিবাজার
সিএসই ৩০ সূচক সমন্বয়, ১৮ ডিসেম্বর কার্যকর
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) তালিকাভুক্ত কোম্পানিগুলোর পারফরম্যান্স পর্যালোচনার ভিত্তিতে সিএসই ৩০ সূচক সমন্বয় করা হয়েছে। এতে নতুন করে ৩টি কোম্পানিকে যুক্ত করা হয়েছে এবং আগের ৩টি কোম্পানিকে বাদ দেওয়া হয়েছে। আগামী ১৮ ডিসেম্বর থেকে সূচকটি কার্যকর হবে।
রবিবার (৭ ডিসেম্বর) সিএসই থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নতুন করে যুক্ত কোম্পানিগুলো হলো- ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসি, পাইওনিয়র ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড এবং সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড।
অন্যদিকে, বাদ যাওয়া কোম্পানিগুলো হলো- এনআরবিসি ব্যাংক পিএলসি, সেনা ইন্সুরেন্স পিএলসি এবং প্রিমিয়ার ব্যাংক পিএলসি।
সিএসই ৩০ সূচকে অন্তর্ভুক্ত কোম্পানিগুলোর মূলধন বাজারের তালিকাভুক্ত কোম্পানিগুলোর মোট মূলধনের ৩১.৪১ শতাংশ এবং ফ্রি-ফ্লোট বাজার মূলধনের ৪১.১৭ শতাংশ।
চূড়ান্ত সিএসই ৩০ ইনডেক্সে অন্তর্ভুক্ত ৩০ কোম্পানি হলো- বাংলাদেশ শিপিং কর্পোরেশন লিমিটেড, বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড, বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসি, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড, ব্র্যাক ব্যাংক পিএলসি, ব্রিটিশ অ্যামেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড, বিএসআরএম স্টিলস লিমিটেড, সিটি ব্যাংক পিএলসি, ক্রাউন সিমেন্ট পিএলসি, ডিবিএইচ ফাইনান্স পিএলসি, ডেলটা লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড, ইস্টার্ন ব্যাংক পিএলসি, ইস্টার্ন হাউজিং লিমিটেড, আইডিএলসি ফাইনান্স পিএলসি।
এ ছাড়াও রয়েছে আইটি কনসালটেন্টস পিএলসি, যমুনা অয়েল কোম্পানী লিমিটেড, মেঘনা পেট্রোলিয়াম লিমিটেড, এমজেএল বাংলাদেশ পিএলসি, ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক পিএলসি, অলিম্পিক ইন্ডাসট্রিজ লিমিটেড, পদ্মা অয়েল পিএলসি, পাইওনিয়র ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড, প্রাইম ব্যাংক পিএলসি, সোনালী পেপার অ্যান্ড বোর্ডস মিলস লিমিটেড, স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি, স্কয়ার টেক্সটাইলস পিএলসি, একমি ল্যাবরেটরিজ লিমিটেড, ইউনিক হোটেল এন্ড রিসোর্টস পিএলসি, উত্তরা ব্যাংক পিএলসি এবং ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি।
এমকে
পুঁজিবাজার
বিআইসিএম’র রিসার্চ সেমিনার
বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেটের (বিআইসিএম) রিসার্চ সেমিনার-৫০ অনুষ্ঠিত হয়েছে। রোববার (৭ ডিসেম্বর) ইন্সটিটিউটের মাল্টিপারপাস হলে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে “ইন্ট্র্যাডে ভোলাটিলিটি অ্যান্ড ট্রেডিং একটিভিটি ডাইনামিক্স ইন বাংলাদেশ ইকুইটি মার্কেট”- শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইন্সটিটিউটের প্রভাষক ফাইমা আক্তার।
ইন্সটিটিউটের নির্বাহী প্রেসিডেন্ট ওয়াজিদ হাসান শাহ’র সভাপতিত্ব ও সঞ্চালনায় আয়োজিত উক্ত সেমিনারে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ডিএসই ব্রোকার্স এসোসিয়েশন অব বাংলাদেমের (ডিবিএ) সভাপতি সাইফুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের সহকারী অধ্যাপক হুসাইন আহমেদ এনামুল হুদা ও ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসির হেড অব প্রোডাক্ট অ্যান্ড মার্কেট ডেভেলপমেন্ট সাইয়িদ মাহমুদ জুবায়ের। আলোচকগণ অনলাইনে যুক্ত থেকে রিসার্চ সেমিনারে উপস্থাপনার বিভিন্ন দিক নিয়ে পুঙ্খানুপুঙ্খু আলোচনা করেন।
ইন্সটিটিউটের অভ্যন্তরীণ গবেষকদের গবেষণার উৎকর্ষতা সাধনের লক্ষ্যে বিআইসিএম নিয়মিতভাবে রিসার্চ সেমিনার আয়োজন করে থাকে। এরই অংশ হিসেবে রিসার্চ সেমিনার-৫০ আয়োজন করা হয়।
অনুষ্ঠিত রিসার্চ সেমিনারে ইন্সটিটিউটের পরিচালক (প্রশাসন ও অর্থ) নাজমুছ সালেহীনসহ সকল অনুষদ সদস্য ও কর্মকর্তাবৃন্দসহ আমন্ত্রিত অন্যান্য অতিথিগণ উপস্থিত ছিলেন।
এমকে
পুঁজিবাজার
বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের ক্রেডিট রেটিং সম্পন্ন
পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসির ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, কোম্পানিটির ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ইমার্জিং ক্রেডিট রেটিং লিমিটেড। কোম্পানিটির দীর্ঘমেয়াদী ‘এএএ’ এবং স্বল্প মেয়াদী ‘এসটি-১’ রেটিং হয়েছে।
কোম্পানিটির গত ৩০ জুন, ২০২৫ সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও রেটিং ঘোষণা তারিখ পর্যন্ত সময়ের আনুসাঙ্গিক তথ্যের ভিত্তিতে এ রেটিং নির্ণয় করা হয়েছে।
এসএম



