সহজক্যাশ লিমিটেডের নামে কোনো মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস (এমএফএস) চালুর আবেদন গৃহীত হয়নি এবং এমন কোনো অনুমোদন প্রক্রিয়াধীনও নেই বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। এছাড়া প্রতিষ্ঠানের সঙ্গে কোনো ধরনের লেনদেন করা বা প্রতিশ্রুতির ক্ষেত্রে সবাইকে সচেতন থাকার জন্য অনুরোধ করা হয়েছে।
সোমবার (৬ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
সম্প্রতি বিভিন্ন জাতীয় পত্রিকায় সহজক্যাশ লিমিটেডের নামে প্রকাশিত একটি চাকরির বিজ্ঞাপন বাংলাদেশ ব্যাংকের নজরে এসেছে। এতে উল্লেখ করা হয়েছে যে, ‘সহজক্যাশ লিমিটেড বর্তমানে প্রাক-পরিচালন পর্যায়ে রয়েছে এবং এমএফএস চালুর জন্য বাংলাদেশ ব্যাংকের অনুমোদন প্রাপ্তির প্রক্রিয়ায় রয়েছে। প্রকৃতপক্ষে সহজক্যাশ লিমিটেডের নামে এমএফএস চালুর আবেদন গৃহীত হয়নি এবং এ ধরনের কোনো এমএফএস চালুর অনুমোদন প্রক্রিয়াধীন নেই।
সহজক্যাশ লিমিটেডের নামে কোনো এমএফএস চালুর আবেদন গ্রহণ করা হয়নি এবং অনুমোদন প্রক্রিয়াধীনও নেই বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রতিষ্ঠানটির সঙ্গে লেনদেন বা প্রতিশ্রুতি দেওয়ার ক্ষেত্রে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে জনস্বার্থে এ সতর্কবার্তা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।