রংপুরের আলোচিত ইসলামী বক্তা আবু ত্বহা মোহাম্মদ আদনান সম্প্রতি তার স্ত্রী সাবিকুন নাহার-এর একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্কের জবাব দিয়েছেন।
সোমবার (৬ অক্টোবর) নিজের ফেসবুক পেজে দীর্ঘ এক পোস্টে তিনি স্ত্রীকে উদ্দেশ্য করে লিখেছেন, সে ভুল করেছে, ভুল বুঝেছে, কিন্তু আমি তাকে ক্ষমা করে দিয়েছি।
ত্বহা লেখেন, আমার প্রিয়তমা স্ত্রী সাবিকুন নাহার অল্প সময়ের ব্যবধানেই দুটি ফেসবুক পোস্ট করেছেন, দুটোই আমার প্রতি তার অপার ভালোবাসার নিদর্শন। হ্যাঁ, সে ভুল করেছে, ভুল বুঝেছে। কিন্তু সে অনুতপ্ত হয়েছে, ক্ষমা চেয়েছে—এটাই যথেষ্ট। ওয়াল্লাহি আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি।
স্ত্রীর প্রতি ভালোবাসা প্রকাশ করে তিনি আরও বলেন, তুমি যদি ইমাম হাসানের ক্বাতেলের মতোও হতে, তবুও আমি তোমাকে ক্ষমা করে দিতাম। কারণ আমি তোমাকে এক আল্লাহর জন্যই ভালোবাসি।
আবু ত্বহা পোস্টে উল্লেখ করেন, চার বছরের সংসার জীবনে অনেক মান-অভিমান ও ভুল বোঝাবুঝি হয়েছে, তবে তার গুমের সাত দিনের সময় স্ত্রী যে সাহস দেখিয়েছিলেন, তা তিনি কখনও ভুলবেন না।
তিনি অনুরোধ জানান, আল্লাহর ওয়াস্তে কেউ যেন আমার স্ত্রীকে কটু কথা না বলেন। পাঁচ বছর ধরে আমাকে যথেষ্ট বলা হয়েছে, আমাকেই বলুন।
স্ত্রীর কিছু বক্তব্যের ব্যাখ্যা দিয়ে ত্বহা জানান, তার ফেসবুক পেইজ হ্যাক হয়নি, বরং ফোন হারিয়ে গেছে। স্ত্রীর করা দুটি পোস্টই তার নিজের লেখা—একটি ভুলবশত, অপরটি অনুতাপ থেকে।
‘ফ্রি মিক্সিং’ নিয়ে অভিযোগের জবাবে তিনি বলেন, আমাদের প্রতিষ্ঠানে ছেলে-মেয়েদের জন্য আলাদা ব্যবস্থা আছে। অভিভাবকদের জিজ্ঞেস করলেই প্রমাণ পাওয়া যাবে। কোনো ধরনের অশালীনতা বা হারাম সম্পর্কের সুযোগ নেই।
স্ত্রীর অভিযোগে নিজের অতীত জীবনের প্রসঙ্গ আসায় তিনি স্বীকার করেন, হ্যাঁ, আমি একসময় জাহেলিয়াতে ছিলাম, ব্যান্ডে গান বাজাতাম, ক্রিকেট খেলতাম। কিন্তু পরে দ্বীনের পথে ফিরে এসেছি। অতীত নিয়ে টানাটানি করা উচিত নয়।
স্ত্রীকে উদ্দেশ্য করে ত্বহা বলেন, আমি শুধু বিয়েতে বিশ্বাসী, হারাম সম্পর্কে নয়। আমি হালাল পথে চলার চেষ্টা করেছি। অনুমান বা কুধারণা থেকে পোস্ট দেওয়া ঠিক হয়নি।
শেষে তিনি লেখেন, আমি গুনাহগার, আমি শুধু ইসলাহ চাই। আমার প্রিয় উস্তাযা, আমি তোমাকে অসম্ভব ভালোবাসি—আগেও বাসতাম, আজও বাসি, শাহাদাত পর্যন্ত বাসব ইনশাআল্লাহ্। আমি কোনো অন্যায় করিনি, আর কোনো কিছুর বিনিময়েই তোমাকে হারাতে চাই না।
ত্বহা তার পোস্টে আরও জানান, সব ভুল বোঝাবুঝি দূর করে তিনি সংসার টিকিয়ে রাখতে চান এবং স্ত্রীসহ পরিবারের সকলের প্রতি মমতা ও ভালোবাসা প্রকাশ করেন।