সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, সোমবার (০৬ অক্টোবর) কোম্পানিটির শেয়ার দর ৭ টাকা বা ৯.৯০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল নর্দান ইসলামী ইন্স্যুরেন্স। কোম্পানিটির শেয়ারদর ২ টাকা ৮০ পয়সা বা ৯.৭৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
তৃতীয় স্থানে থাকা এক্সিম ব্যাংকের শেয়ার দর ৪০ পয়সা বা ৯.০৯ শতাংশ বেড়েছে।
এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- প্রগতি লাইফ ইন্স্যুরেন্স পিএলসি, এসআইবিএল, জেনেক্স ইনফোসিস, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, রিলায়েন্স ওয়ান দা ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ড, লিগাসি ফুটওয়ার, কে অ্যান্ড কিউ (বাংলাদেশ) লিমিটেড।
কাফি