পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানী খাতের প্রতিষ্ঠান এমজেএল বিডি পিএলসি ব্যবসা সম্প্রসারণের অংশ হিসেবে জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে। এ জন্য কোম্পানিটি ইসি হোল্ডিংস লিমিটেডের (ইসিএইচএল) সঙ্গে যৌথ বিনিয়োগ করবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্রমতে, গুলশান অ্যাভিনিউয়ে একটি বাণিজ্যিক জমি কিনতে প্রতিষ্ঠান দুটি ২১৪ কোটি ২০ লাখ টাকা বিনিয়োগ করবে। এর মধ্যে ৫০ শতাংশ বিনিয়োগ করবে এমজেএল বাংলাদেশ ও বাকি ৫০ শতাংশ ইসি হোল্ডিংস। ভবিষ্যৎ ব্যবসা সম্প্রসারণ করতে এই উদ্যোগ নিয়েছে এমজেএল বাংলাদেশ।
গত ৩০ সেপ্টেম্বর অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সম্পত্তি কেনার এই সিদ্ধান্ত নেওয়া হয়। আলোচিত সম্পত্তর অবস্থান-প্লট নং: ৩, ব্লক: এসডব্লিউ (সি), গুলশান এভিনিউ, গুলশান-১, ঢাকা। এই সম্পত্তির মূল্য ২১৪ কোটি ২০ লাখ টাকা।
কাফি