বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর, ঢাকা-৮ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন, যারা জুলাই সনদের আইনি ভিত্তিতে বাঁধা সৃষ্টি করছে, তারা আওয়ামী লীগের প্রতিনিধি হিসেবে ভূমিকা রাখছে। তারা জুলাই বিপ্লব বিশ্বাস করে না, মানে না।
শুক্রবার রাতে রমনা থানার সিদ্ধেশ্বরী ওয়ার্ডের স্থানীয়দের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া না হলে আওয়ামী লীগই নয় শুধু এরাও ক্ষমতায় বসতে পারলে জুলাই যোদ্ধাদের ওপর অবিচার শুরু করবে। জুলাই যোদ্ধাদের সুরক্ষা, অন্তর্বর্তীকালীন সরকারের আইনগত পূর্ণ বৈধতা এবং জুলাই চেতনা বাস্তবায়নের জন্য জুলাই সনদের আইনি ভিত্তির বিকল্প নেই।
ড. হেলাল উদ্দিন বলেন, যারা আওয়ামী লীগের সংবিধান রক্ষায় উঠেপড়ে লেগেছে তারা আওয়ামী লীগের মতোই ফ্যাসিবাদ কায়েম করতে চায়। মিডিয়ার সামনে তারা দেশপ্রেম ও নৈতিকতা দেখালেও তাদের উদ্দেশ্য খারাপ। কোনমতে তারা ক্ষমতায় বসতে পারলে আওয়ামী লীগের রচিত সংবিধানের কালো আইনে দেশ পরিচালনা করে আবারো বিরোধী দলমতকে দমন করবে, মানুষের কন্ঠরোধ করবে, গণমাধ্যমকে শিকলে বন্দী করবে, একক কর্তৃত্ব কায়েম করে জাতিকে শাসন আর শোষণ করবে। কিন্তু সংবিধান সংশোধন করে জুলাই সনদের আইনি ভিত্তি দিয়ে সেই আলোকে পিআর পদ্ধতিতে নির্বাচন হলে জনগণের সরকার গঠিত হবে। ফলে জনগণ শাসন ও শোষণের হাত থেকে রক্ষা পাবে। জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে জাতিকে শাসন ও শোষণ করবে না, জাতির সেবক ও খাদেম হবে।
ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে নারীর লুণ্ঠিত স্বাধীনতা ফিরে পাবে উল্লেখ করে ড. হেলাল উদ্দিন বলেন, একমাত্র ইসলামই নারীদের অধিকার ও সুরক্ষা এবং স্বাধীনতা নিশ্চিত করেছে। ডাকসুতে ছাত্রশিবিরের সাথে যেভাবে ছাত্রীরা কাজ করতে পারছে, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে সেইভাবেই নারী সমাজ স্বাধীনভাবে কাজ করার সুযোগ পাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেভাবে অতীতের জুলুম-নির্যাতনের বিরুদ্ধে অবস্থান নিয়ে নতুন ঢাবি গড়তে ভোটের মাধ্যমে ইসলামি ছাত্রশিবিরের হাতে নেতৃত্বের দায়িত্ব তুলে দিয়েছে সেইভাবে নতুন বাংলাদেশ গড়তে আগামী জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামীর নেতৃত্বে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠায় দেশবাসীকে এগিয়ে আসতে তিনি আহ্বান জানান।
সিদ্ধেশ্বরী ওয়ার্ড জামায়াতের সভাপতি এডভোকেট মিজানুর রহমানের সভাপতিত্বে এবং সেক্রেটারি আ জ ম ওবায়দুল্লাহ’র পরিচালনায় মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য ও পল্টন থানা আমীর শহীন আহমেদ খান, মহানগরীর মজলিসে শূরার সদস্য ও রমনা থানা নায়েবে আমীর এডভোকেট সুলতান উদ্দীন, রমনা থানা সেক্রেটারি আব্দুল্লাহ আল ফারুক প্রমুখ।
এছাড়াও সভায় রমনা থানা কর্মপরিষদ সদস্যবৃন্দ, বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীলবৃন্দ ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কাফি