বিদায়ী সপ্তাহে (২৮ সেপ্টেম্বর-৩০ সেপ্টেম্বর) শেয়ারবাজারে তিন কর্মদিবস লেনদেন হয়েছে। এসময়ে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দর পতনের শীর্ষ তালিকায় উঠে এসেছে ওয়ালটন হাইটেক। সপ্তাহজুড়ে কোম্পানিটির দর কমেছে ৪৭ টাকা ৫০ পয়সা বা ১০.১৬ শতাংশ।
ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
পতনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড। সপ্তাহের ব্যবধানে প্রতিষ্ঠানটির দর কমেছে ৫০ পয়সা বা ৭.৫৮ শতাংশ। আর পতনের শীর্ষ তালিকায় তৃতীয় স্থানে রয়েছে তাল্লু স্পিনিং। সপ্তাহের ব্যবধানে প্রতিষ্ঠানটির দর কমেছে ৫০ পয়সা বা ৭.৫৮ শতাংশ।
এছাড়া, সাপ্তাহিক পতনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে ইনটেক অনলাইনের ৭.৫৭ শতাংশ, ই-জেনারেশনের ৬.৮৩ শতাংশ, সি পার্ল রিসোর্টের ৬.৬০ শতাংশ, মিরাকল ইন্ডাষ্ট্রিজের ৬.৪৫ শতাংশ, স্ট্যান্ডার্ড সিরামিকের ৬.৪৩ শতাংশ, আইএসএনের ৬.২৮ শতাংশ এবং নাভানা সিএনজির ৬.২৩ শতাংশ দর কমেছে।
কাফি