ক্যাটাগরি: পুঁজিবাজার

সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক

বিদায়ী সপ্তাহে (২৮ সেপ্টেম্বর-৩০ সেপ্টেম্বর) শেয়ারবাজারে তিন কর্মদিবস লেনদেন হয়েছে। এসময়ে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে এসেছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। সপ্তাহের ব্যবধানে প্রতিষ্ঠানটির দর বেড়েছে ৬০ পয়সা বা ৩০ শতাংশ।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।

দর বৃদ্ধির শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সোশ্যাল ইসলামী ব্যাংক। সপ্তাহের ব্যবধানে প্রতিষ্ঠানটির দর বেড়েছে ১ টাকা বা ২৯.৪১ শতাংশ। আর তালিকার তৃতীয় স্থানে ৯০ পয়সা বা ২৯.০৩ শতাংশ দর বৃদ্ধি নিয়ে অবস্থান করছে এক্সিম ব্যাংক।

এছাড়া, সাপ্তাহিক দর বৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্যান্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে গ্লোবাল ইসলামী ব্যাংকের ২০ শতাংশ, ইউনিয়ন ব্যাংকের ১৮.৭৫ শতাংশ, পিপলস লিজিংয়ের ১৮.১৮ শতাংশ, ফার্স্ট ফাইন্যান্সের ১৭.৩৯ শতাংশ, কে অ্যান্ড কিউয়ের ১৭.১৮ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্সের ১৬.৬৭ শতাংশ এবং ন্যাশনাল ফিড মিলের ১৬.১৬ শতাংশ দর বেড়েছে।

কাফি

শেয়ার করুন:-
শেয়ার