ক্যাটাগরি: অর্থনীতি

চট্টগ্রাম বন্দরে বর্ধিত মাশুল ১৫ অক্টোবর থেকে কার্যকর

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ঘোষিত বর্ধিত মাশুল (ট্যারিফ) আগামী ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে। এক মাসের স্থগিতাদেশ শেষ হওয়ায় মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে নতুন এ তারিখ ঘোষণা করে কর্তৃপক্ষ।

গত ১৫ সেপ্টেম্বর নতুন মাশুল কার্যকরে প্রজ্ঞাপন জারি হয়েছিল। পরে ব্যবসায়ীদের অনুরোধে এটি এক মাস স্থগিত করেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।

নতুন মাশুলের কারণে বন্দরে গড়ে ৪১ শতাংশ খরচ বাড়বে ব্যবসায়ীদের। সবচেয়ে বেশি বাড়বে কনটেইনার পরিবহনের মাশুল। এতদিন ২০ ফুট লম্বা একটি কনটেইনারে গড়ে মাশুল ছিল ১১ হাজার ৮৪৯ টাকা। নতুন সিদ্ধান্তে তা দিতে হবে ১৬ হাজার ২৪৩ টাকা। নতুন প্রজ্ঞাপনে মাশুলের ক্ষেত্রে ডলারের বিনিময় মূল্য ধরা হয়েছে ১২২ টাকা।

প্রতি একক কনটেইনার জাহাজ থেকে ওঠানো বা নামানোর জন্য আগে মাশুল ছিল ৪৩ দশমিক ৪০ ডলার বা পাঁচ হাজার ২৯৪ টাকা। এখন তা বাড়িয়ে ৬৮ ডলার বা আট হাজার ২৯৬ টাকা করা হয়েছে। কনটেইনার পণ্যে প্রতি কেজিতে আগে গড়ে মাশুল দিতে হতো এক টাকা ২৮ পয়সা। এখন দিতে হবে ৪৭ পয়সা।

বন্দর দিয়ে কনটেইনার ছাড়াও সাধারণ পণ্য পরিবহন করা হয়। সব ধরনের সাধারণ পণ্যে কেজিপ্রতি মাশুল বাড়বে গড়ে ১৪ পয়সা। ২০২৪-২৫ অর্থবছরে বন্দর দিয়ে আসা মোট পণ্যের ৬০ শতাংশ ছিল সাধারণ পণ্য, যেগুলো খালাস হয় বহির্নোঙরে।

শেয়ার করুন:-
শেয়ার