বিদেশি বিনিয়োগ হিসাব খোলার তথ্য জানানোর শর্ত শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। ফলে এখন থেকে বিনিয়োগকারীদের হিসাব খোলার সঙ্গে সঙ্গে তা কেন্দ্রীয় ব্যাংকে জানাতে হবে না। কর্মকর্তাদের আশা, এতে ব্যাংকগুলো বিদেশি বিনিয়োগের হিসাব খোলায় আরও আগ্রহ দেখাবে।
বুধবার (১ অক্টোবর) এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে এক প্রজ্ঞাপনে।
বিদেশি বিনিয়োগ আকর্ষণে শুরু থেকেই বিভিন্ন উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এরই অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, অনাবাসী টাকা হিসাব (এনআরটিএ) ও বিদেশি বিনিয়োগের জন্য ব্যবহৃত অস্থায়ী বৈদেশিক মুদ্রা হিসাবের (এফসি) রিপোর্টিংয়ের প্রয়োজনীয়তা শিথিল করা হয়েছে। এখন থেকে ব্যাংকগুলো এসব হিসাব খোলার সঙ্গে সঙ্গে তথ্য না জানিয়ে ১৪ দিনের মধ্যে নগদায়ন সার্টিফিকেট, অনলাইন ট্রানজেকশন আইডি, হিসাবের বিবরণী ও সংশ্লিষ্ট স্থায়ী হিসাবের বিবরণী পাঠাতে পারবে।
নতুন নিয়ম অনুযায়ী, বিদেশি তহবিল স্থানীয় মুদ্রায় রূপান্তর অথবা এক বছরের জন্য বৈদেশিক মুদ্রায় রাখা যাবে। দেশীয় মুদ্রায় রূপান্তর হলে অনলাইনে ‘ফরম–সি’ জমা দেওয়া যাবে এবং কোম্পানি গঠনের ১৪ দিনের মধ্যে নির্দিষ্ট নথিতে স্বাক্ষর করতে হবে।
এছাড়া, প্রস্তাবিত বিনিয়োগ নিবন্ধিত না হলে প্রয়োজনীয় খরচ বাদ দিয়ে অবশিষ্ট অর্থ বিদেশে নিয়ে যাওয়া যাবে। এজন্য বাংলাদেশ ব্যাংকের অনুমোদন প্রয়োজন হবে না।