সপ্তাহের তৃতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ৪২ টাকা ৬০ পয়সা বা ৭.১১ শতাংশ কমেছে।
দরপতনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৬০ পয়সা বা ৪.৪০ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলস লিমিটেডের শেয়ার দর কমেছে ৬০ পয়সা বা ৪.২৯ শতাংশ।
এছাড়াও, ডিএসইতে দরপতনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে অ্যাপেক্স ফুডস লিমিটেডের ৪.০৯ শতাংশ, নুরানী ডাইং অ্যান্ড সোয়েটার লিমিটেডের ৪.০০ শতাংশ, সি অ্যান্ড এ টেক্সটাইলস লিমিটেডের ৩.৩৩ শতাংশ, তাল্লু স্পিনিং মিলসের ৩.১৭ শতাংশ, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেডের ৩.১৬ শতাংশ, জেনেক্স ইনফোসিস পিএলসির ২.৯২ শতাংশ এবং ফিনিক্স ইন্স্যুরেন্স কোম্পানির ২.৮২ শতাংশ কমেছে।
কাফি