ক্যাটাগরি: পুঁজিবাজার

দর বৃদ্ধির শীর্ষে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রমতে, এদিন কোম্পানির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ২০ পয়সা বা ৯ দশমিক ৯ শতাংশ বেড়েছে। এর ফলে কোম্পানিটি দর বৃদ্ধির তালিকায় প্রথম স্থান দখল করে নেয়।

দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশ পিএলসি। কোম্পানিটির শেয়ারদর ৩০পয়সা বা ৮.৮২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা সোস্যাল ইসলামী ব্যাংকের শেয়ার দর বেড়েছে ৩০ পয়সা বা ৮.১১ শতাংশ।

এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, কে অ্যান্ড কিউ বাংলাদেশ, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, এস. আলম কোল্ড রোল্ড স্টিলস, প্রগতি ইন্স্যুরেন্স, আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ড এবং একমি পেস্টিসাইড লিমিটেড।

কাফি

শেয়ার করুন:-
শেয়ার