শরীয়তপুরের সখিপুরে আলোচিত শিশু তায়েবা হত্যাকাণ্ডে চাচি আয়েশা বেগমসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আয়েশা স্থানীয় সাহান সরদারের স্ত্রী ও শিশু তায়েবার চাচি। এছাড়াও তিনি ১নং সখিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।
গ্রেফতারকৃত অন্য আসামিরা হলেন- একই এলাকার বিল্লাল মোল্লার স্ত্রী নাসিমা বেগম এবং ডি এম খালী ইউনিয়নের মিলন বেপারী কান্দির মৃত মল্লিক চানের ছেলে আসিফ বেপারীকে।
নিহত তায়েবা (০৬) একই এলাকার টিটু সরদারের মেয়ে। সে দারুন নাজাত মাদ্রাসার নার্সারি শ্রেণিতে পড়াশোনা করত। গত ২৪ সেপ্টেম্বর নিখোঁজ হওয়ার দুই দিন পর ২৬ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে সৈয়াল কান্দি গ্রামে বাড়ির পাশের প্রতিবেশীর সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করা হয় শিশু তায়েবার নিথর দেহ। শিশুটির গলায় কাপড়ের ফাঁসের দাগ দেখে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করে, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
ঘটনার পর রাতেই আয়েশাসহ তিনজনকে পুলিশ আটক করে। পরে প্রত্যক্ষদর্শীর জবানবন্দি ও প্রমাণের ভিত্তিতে নিহত তায়েবার বাবা টিটু সরদার বাদী হয়ে আয়েশাকে প্রধান আসামি করে মামলা দায়ের করেন।
স্থানীয়রা জানান, এই নির্মম হত্যাকাণ্ডের পর পুরো এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ, মানববন্ধন এবং স্থানীয়দের চাপের মুখে তদন্ত দ্রুত গতিতে এগিয়েছে।
সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক সাংবাদিকদের বলেন, “শুক্রবার সন্ধ্যার পর থেকেই আয়েশা থানার হেফাজতে ছিলেন। জিজ্ঞাসাবাদে তার সম্পৃক্ততার বিষয়ে পর্যাপ্ত সাক্ষ্যপ্রমাণ মেলায় রবিবার বিকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।”