ক্যাটাগরি: পুঁজিবাজার

উৎপাদন চালু রয়েছে, সিএসইকে ব্যাখ্যা দিলো ডমিনেজ স্টিল

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেডের ব্যবসায়িক কার্যক্রম ও কারখানা নিয়ে প্রকাশিত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) অনুসন্ধান চিঠির জবাবে ‘কারখানার উৎপাদন কার্যক্রম অব্যাহত রয়েছে’ বলে জানিয়েছে কোম্পানিটি।

রোববার (২৮ সেপ্টেম্বর) সিএসইতে পাঠানো কোম্পানির সচিব মো. শামীম ভূঁইয়ার স্বাক্ষরিত এক চিঠিতে এসব তথ্য জানা গেছে।

এদিকে গত ২৫ সেপ্টেম্বর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের প্রধান নিয়ন্ত্রক কর্মকর্তার কাছে পাঠানো চিঠিতে ডমিনেজ স্টিলস জানায়, একটি পূর্ণাঙ্গ ইঞ্জিনিয়ারিং ও কনস্ট্রাকশন কোম্পানি। শুরু থেকেই কোম্পানি এমএস পণ্য ফ্যাব্রিকেশন, পেইন্টিং এবং অন্যান্য আনুষঙ্গিক কাজ করে আসছে। প্রকল্পের বাকি সকল প্রধান কাজ পরিচালিত হয় নির্মাণস্থলে। এতে কারখানায় প্রতিদিন উৎপাদন কার্যক্রম চালু রাখার প্রয়োজন হয় না। উৎপাদনের জন্য কোম্পানির দুটি আলাদা কারখানা রয়েছে- একটি আশুলিয়ায়, অন্যটি নরসিংদীতে। আশুলিয়ার কারখানাটি আধুনিক এবং বৃহৎ পরিসরে স্বয়ংক্রিয়ভাবে পরিচালিত হয়। অন্যদিকে, নরসিংদীর কারখানাটি আমাদের প্রথম কারখানা এবং এটি অনেকাংশে হাতে চালিত। বর্তমানে অধিকাংশ ব্যবসায়িক কার্যক্রম আশুলিয়ার কারখানার ওপর নির্ভরশীল।

কোম্পানিটি চিঠিতে স্পষ্ট করেছে, তাদের কারখানার উৎপাদন কার্যক্রম অব্যাহত রয়েছে এবং ভিন্ন ভিন্ন প্রকল্পের কাজ নিরবচ্ছিন্নভাবে চলছে। তবে বাজার পরিস্থিতি, কোভিড-১৯ মহামারি এবং বৈশ্বিক অর্থনৈতিক মন্দার কারণে ব্যবসায়িক সম্প্রসারণে কিছুটা প্রভাব পড়েছে। ছাড়াও নতুন প্রকল্পে সংখ্যা হ্রাস পেয়েছে বলে উল্লেখ করেছে ডমিনেজ স্টিল।

চিঠিতে আরও বলা হয়, কোনো ধরনের বিভ্রান্তিকর তথ্য বিনিয়োগকারীদের ভুল বোঝাবুঝির সৃষ্টি করতে পারে। তাই কোম্পানির কার্যক্রম নিয়ে সঠিক তথ্য প্রচারের জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।

কাফি

শেয়ার করুন:-
শেয়ার