বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা-৮ আসনে দল মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন বলেছেন, জনগণ তাদের সুযোগ দিলে স্বাস্থ্যসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে। তিনি ঢাকা-৮ আসনের প্রতিটি প্রশাসনিক ওয়ার্ডে একটি করে নগর স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণের প্রতিশ্রুতি দেন।
শনিবার (২৭ সেপ্টেম্বর) মতিঝিল দক্ষিণ থানা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, জামায়াত রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে পিজি হাসপাতালসহ দেশের প্রতিটি হাসপাতালকে আধুনিক ও উন্নতমানের করে গড়ে তোলা হবে, যেন বিদেশে উন্নত চিকিৎসার জন্য যেতে না হয়। তিনি জামায়াতের আমীর ডা. শফিকুর রহমানের উদাহরণ দিয়ে বলেন, সুযোগ থাকা সত্ত্বেও বিদেশে চিকিৎসা না নিয়ে তিনি জাতিকে দেশেই উন্নত স্বাস্থ্যসেবার বার্তা দিয়েছেন।
ড. হেলাল উদ্দিন বলেন, জামায়াতে ইসলামীর ৪ দফা কর্মসূচির মধ্যে সমাজ সংস্কার ও সমাজসেবা অন্যতম। তিনি জোর দিয়ে বলেন, জামায়াত দলমত, ধর্মবর্ণ নির্বিশেষে মানুষের কল্যাণের রাজনীতি করে। ইসলামের শিক্ষা অনুযায়ী সমাজের প্রতিটি মানুষকে সমানভাবে মূল্যায়ন করা হবে এবং ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে সব নাগরিক সমান অধিকার ও স্বাধীনতা ভোগ করবে।
তিনি অভিযোগ করেন যে জামায়াতে ইসলামী দুর্নীতি, চাঁদাবাজি বা সন্ত্রাসীর রাজনীতি করে না। তিনি বলেন, জামায়াতের আমীর ডা. শফিকুর রহমানসহ অন্যান্য কর্মীরা দুর্যোগ, দুর্দিন ও যেকোনো প্রয়োজনে মানুষের পাশে থাকেন। তিনি করোনা মহামারীর সময় আক্রান্তদের চিকিৎসা ও মৃতদের দাফনের দায়িত্ব পালনের পাশাপাশি জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসার দায়িত্ব নেওয়ার কথাও উল্লেখ করেন।
তিনি জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করার প্রতিশ্রুতি দিয়ে বলেন, “এজন্য জনগণ আমাদেরকে সুযোগ দিলে আমরা জাতিকে একটি বৈষম্যহীন আধুনিক কল্যাণ ও মানবিক রাষ্ট্র উপহার দিবো।”
একই দিনে সকালে মতিঝিলের এক হোটেলে ঢাকা-৮ আসনের ইমাম, খতিব ও আলেমদের সঙ্গেও মতবিনিময় করেন ড. হেলাল উদ্দিন। সেখানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের বোর্ড অফ ট্রাস্টিজ চেয়ারম্যান সাইয়্যেদ কামাল উদ্দিন আব্দুল্লাহ জাফরী এবং প্রধান আলোচক ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ।