দেশে মোবাইল এক্সেসরিজ ব্র্যান্ড বিও’র সকল পণ্য নিয়ে এলো সোর্স এজ

বিশ্বে তরুন প্রজন্মের কাছে অন্যতম জনপ্রিয় মোবাইল ও কম্পিউটার এক্সেসরিজ ব্র্যান্ড বিও এর সকল পণ্য এখন বাংলাদেশে। দেশের শীর্ষস্থানীয় প্রযুক্তি পণ্যের পরিবেশক ও সরবরাহকারী প্রতিষ্ঠান সোর্স এজ লিমিটেড তাদের পরিবেশিত অন্যান্য পণ্যের পাশাপাশি বিও ব্র্যান্ডের সকল পণ্য সারাদেশে বাজারজাত ও সরবরবরাহ করবে।

সম্প্রতি বিও এবং সোর্স এজ লিমিটেডের মধ্যে এবিষয়ে একটি চুক্তি সম্পাদিত হয়েছে। চুক্তি অনুযায়ী এখন থেকে বিও ব্র্যান্ডের একমাত্র পরিবেশক হিসেবে সোর্স এজ লিমিটেড বাংলাদেশের বাজারে সকল মোবাইল ও কম্পিউটার এক্সেসরিজ সমুহ যুক্তিসংগত মুল্যে বাজারজাত করবে এবং এক বছরের বিক্রয়োত্তর সেবা প্রদান করবে।

জানা গেছে, বিও ২০০৫ সালে উৎপাদন ও বাজারজাত করা শুরু করে আজ অবধি পৃথিবীর প্রায় ১১৭ টিরও বেশি দেশের প্রযুক্তি প্রেমী মানুষের কাছে বিও একটি অত্যন্ত সুপরিচিত নাম। বিশেষ করে প্রযুক্তিগত উৎকর্ষতা, আধুনিক স্মার্ট ডিজাইন, যুক্তিসংগত দাম ও ক্রেতাবান্ধব বিক্রয়োত্তর সেবা দিয়ে এটি বিশ্বের কোটি মানুষের হৃদয় জয় করে নিয়েছে।

বিও ব্রান্ডের পণ্য সমুহের মধ্যে রয়েছে স্মার্ট ওয়াচ, ইয়ারবাড, হেডফোন, স্পিকার, পাওয়ার ব্যাংক, মোবাইল চার্জার, কার চার্জার, কিবোর্ড-মাউস, বিভিন্ন ধরনের ক্যাবল, কানেক্টর ও হাব। ইউরোপ-আমেরিকার অন্যতম জনপ্রিয় ব্র্যান্ড বিও এর সকল পণ্য আমাজন, ওয়ালমার্ট, কেয়ারফোর, টেসকো, টার্গেট, কস্টকো হোলসেল, হারভি নরম্যান সহ বিশ্বের সকল বড় বড় রিটেইল আউটলেট গুলোতে পাওয়া যায়। ২০ বছরেরও বেশি সময় ধরে প্রায় ৬০০+ আন্তর্জাতিক সার্টিফিকেট প্রাপ্ত ব্রান্ড হিসেবে এর রয়েছে ১৫০+ পণ্যের উদ্ভাবন ও প্রযুক্তি পেটেন্ট।

শেয়ার করুন:-
শেয়ার