ক্যাটাগরি: কর্পোরেট সংবাদ

রংপুর মেট্রোপলিটন পুলিশ ও কমিউনিটি ব্যাংকের মধ্যে চুক্তি

কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির মাধ্যমে রংপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক মামলার ফাইন কালেকশনের উদ্বোধন করা হয়েছে। বুধবার (সেপ্টেম্বর ২৪) রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. মজিদ আলী বিপিএম ট্রাফিক মামলার ফাইন কালেকশনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

ট্রাফিক ফাইন কালেকশনের লক্ষ্যে রংপুর মেট্রোপলিটন পুলিশ ও কমিউনিটি ব্যাংকের মধ্যে একটি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তিটি আনুষ্ঠানিকভাবে বিনিময় করেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মজিদ আলী বিপিএম এবং কমিউনিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কিমিয়া সাআদত।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি (হেডকোয়ার্টার্স) অ্যাডিশনাল ডিআইজি মো. হাবিবুর রহমান, ডিসি (ক্রাইম) অ্যাডিশনাল ডিআইজি মো. তোফায়েল আহমেদ, কমিউনিটি ব্যাংকের হেড অব করপোরেট ব্যাংকিং ও হেড অব বিজনেস (ব্রাঞ্চ) ড. মো. আরিফুল ইসলাম; হেড অব এডিসি ও হেড অব এমডি’স কো-অর্ডিনেশন টিম মো. মামুন উর রহমান; রাণীরবন্দর ব্রাঞ্চের শাখা ব্যবস্থাপক মো. মুনির উদ্দিন; রংপুর সদর সাব ব্রাঞ্চের ইনচার্জ মো. নুরুল ইসলামসহ উর্ব্ধতন কর্মকর্তারা।

শেয়ার করুন:-
শেয়ার