লাল জমিনের নাট্যকার মান্নান হীরা আর নেই

লাল জমিনের নাট্যকার মান্নান হীরা আর নেই
খ্যাতিমান নাট্যকার ও অভিনেতা মান্নান হীরা মারা গেছেন। আজ বুধবার (২৩ ডিসেম্বর) রাত ৯টার দিকে রাজধানীর ইসলামিয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক আহসান হাবিব নাসিম।

জানা গেছে, হৃদরোগে আক্রান্ত হলে মান্নান হীরাকে রাজধানীর ইসলামিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আর সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

মান্নান হীরা আরণ্যক নাট্যদলের সাবেক সভাপতি। তিনি বাংলাদেশ নাট্যকার সংঘের প্রথম সভাপতির দায়িত্বও পালন করেছেন।

নাট্যকার হিসেবে তিনি বাংলা একাডেমী পুরস্কার পেয়েছেন। তার রচিত অনেক নাটক মঞ্চ ও টিভির দর্শককে মুগ্ধ করেছে।

তিনি ছিলেন একজন প্রশংসিত নির্মাতাও। তিনি ‘একাত্তরের ক্ষুদিরাম’ চলচ্চিত্রটি নির্মাণ করেন। এ ছাড়াও, ‘গরম ভাতের গল্প’ ও ‘৭১-এর রঙপেন্সিল’ নামে দুটি স্বল্পদৈর্ঘ্যও চলচ্চিত্রও পরিচালনা করেন তিনি।

তার লেখা উল্লেখযোগ্য নাটক হলো ‘ক্ষুদিরামের দেশে’, ‘ফেরারী নিশান’, ‘আদাব’, ‘ঘুমের মানুষ’ ‘মৃগনাভি’, ‘শেকল’, ‘জননী বীরাঙ্গনা’, ‘মণিমুক্তা’, ‘একাত্তরের রাজকন্যা’, ‘মেহেরজান, ‘ফুটপাত’, ‘রেফারী’, ‘বাংলার বাদশা’, ‘সুখদৈত্য’, ‘লাল জমিন’ প্রভৃতি।

তার মৃত্যুতে নাট্যঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

অল্পতেই সব শিখে যায় পদ্ম
২১ কোটির ‘অপারেশন জ্যাকপট’ শুরু ২৯ ডিসেম্বর
বিশ্বের সবচেয়ে বেশি আয় করা ১০ তারকা
২০০ কোটির ঘরে ‘ডাঙ্কি’
কাটা পড়লো অ্যানিমেলের ‘আপত্তিকর’ ২৭ মিনিট
‘পুলসিরাত’র জন্য দোয়া চান বুবলী
শীতে গলাব্যথা থেকে মুক্তির ঘরোয়া উপায়
প্রথম দিনেই ‘সালার’ আয় ১৭৫ কোটি
টিভিতে আবারও শুরু হচ্ছে সিসিমপুর
বিটিভি চট্টগ্রাম কেন্দ্রকে আরো আধুনিক করা হবে