ডিএসইতে এপিআই ইউএটি চালুর চুক্তি স্বাক্ষর

ডিএসইতে এপিআই ইউএটি চালুর চুক্তি স্বাক্ষর
সিটি ব্রোকারেজ লিমিটেড, ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং ডিরেক্ট এফএন লিমিটেডের মধ্যে এপিআই ইউএটি চালুর বিষয়ে ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

আজ বুধবার (২৩ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ডিএসই।

এতে বলা হয়, ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরে ডিএসই’র প্রধান পরিচালন কর্মকর্তা এম. সাইফুর রহমান মজুমদার, সিটি ব্রোকারেজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মিসবাহ উদ্দিন আফান ইউসুফ এবং ডিরেক্টএফএন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. ওয়ালিদ আল-বাল্লা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএসই’র উপ মহাব্যবস্থাপক শফিকুর রহমান, সিটি ব্রোকারেজ লিমিটেডের হেড অব রিসার্চ অ্যান্ড ইনভেস্টমেন্ট একেএম ফজলে রাব্বি, হেড অব ইনফরমেশন টেকনোলজি নজরুল ইসলাম, সিটি ব্রোকারেজ অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম প্রজেক্টের পরামর্শক নিজাম উদ্দিন আহমেহ এবং ডিরেক্টএফএন এর প্রতিনিধি আরমান আহমেদ খানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রোডাক্ট এন্ড মার্কেট ডেভেলপমেন্ট বিভাগের প্রধান সৈয়দ আল আমিন রহমানের সার্বিক তত্ত্বাবধানে এ পর্যন্ত ৫টি ব্রোকারেজ হাউজ ইতিমধ্যেই ডিএসইতে এপিআই ইউএটি চুক্তি সম্পন্ন করেছে। আরো কয়েকটি ব্রোকরেজ হাউজ এই চুক্তি স্বাক্ষরের প্রক্রিয়াধীন রয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

ফু-ওয়াং সিরামিকের লভ্যাংশ অনুমোদন
এক বছরে ডিএসইর বাজার মূলধন বেড়েছে ২০ হাজার কোটি টাকা
ডিএসইতে মোবাইল গ্রাহক-লেনদেন দুটোই কমেছে
বছরজুড়ে পুঁজিবাজারে তালিকাভুক্তির অনুমোদন পেয়েছে ৯ কোম্পানি
পুঁজিবাজারে লেনদেন বন্ধ আজ
বছরের ব্যবধানে পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ৪০ শতাংশ
রবিবার পুঁজিবাজার বন্ধ থাকলেও চলবে দাপ্তরিক কার্যক্রম
লোকসানে ৮ খাতের বিনিয়োগকারীরা
সাপ্তাহিক রিটার্নে মুনাফায় ১০ খাতের বিনিয়োগকারীরা
খাতভিত্তিক লেনদেনের শীর্ষে প্রকৌশল খাত