কৃষকরা মোদিকে রক্তে লেখা চিঠি পাঠালেন

কৃষকরা মোদিকে রক্তে লেখা চিঠি পাঠালেন
ভারতের কৃষকরা এবার দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে নিজেদের রক্ত দিয়ে চিঠি লিখে পাঠিয়েছেন। গতকাল মঙ্গলবার তারা প্রধানমন্ত্রীকে রক্ত দিয়ে লেখা ওই চিঠি পাঠান। আনন্দবাজার সূত্রে এ তথ্য জানা যায়।

ভারতের কৃষকরা গত ২৮ দিন ধরে কৃষি আইন বাতিলের দাবিতে আন্দোলন করছেন। এর পরও সরকারের পক্ষ থেকে আইন বাতিলের কোনো সিদ্ধান্ত আসেনি। আন্দোলনের অংশ হিসেবে মঙ্গলবার সিংঘু সীমান্তে রক্তদান কর্মসূচির আয়োজন করেন কৃষকরা। সেখান থেকে সংগৃহীত রক্তে প্রধানমন্ত্রী মোদিকে একাধিক খোলা চিঠি লিখেন তারা।

চিঠিতে লেখা হয়েছে, ‘নরেন্দ্র মোদিজি, সুপ্রভাত। আমরা আমাদের রক্ত দিয়ে এই চিঠি লিখছি। আপনি আমাদের দেশের প্রধানমন্ত্রী। আমাদের দেয়া ভোটে জিতেই আপনি প্রধানমন্ত্রী হয়েছেন। তিনটি আইন পাস করিয়ে কৃষকদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। আপনাকে অনুরোধ করি এই তিনটি আইন ফিরিয়ে নিন।’

কৃষকরা চিঠির পাশাপাশি রক্ত দিয়ে একাধিক স্লোগানও লিখেছেন। তারা লিখেছেন– ‘কালাকানুন ফিরিয়ে নিন’, ‘কালাকানুন বাতিল করতে হবে’।

সিংঘু সীমান্তে মঙ্গলবার প্রায় শতাধিক কৃষক রক্তদান করেন। সেখান থেকেই রক্ত নিয়ে পোস্টার লেখা হয়। এর আগে এক শিখ নেতা আত্মাহুতি দিয়ে কৃষি আইন বাতিলের দাবি জানান।

মঙ্গলবার হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টরের যাত্রাপথের মধ্যেই কালো পতাকা দেখান কৃষকরা। গাড়িবহর আটকে দেয়ার চেষ্টা করেন তারা। পরে পুলিশের হস্তক্ষেপে বিষয়টির সমাধান হয়।

এই আন্দোলন ভিন্নমাত্রা পাচ্ছে রাহুল গান্ধীর সিদ্ধান্তে। দলীয় এমপিদের নিয়ে আগামী ২৪ ডিসেম্বর কৃষকদের সমর্থনে রাষ্ট্রপতি ভবন পর্যন্ত মিছিলের ডাক দিয়েছেন তিনি।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেট্রোল-ডিজেলের নতুন দাম ঘোষণা
ভিসা ছাড়াই যুক্তরাজ্যে যেতে পারবে মুসলিম ৬ দেশ
মারা গেছেন পণ্ডিত ভবানী শঙ্কর
২০২৩ এ আলোচিত বিশ্বের সেরা ১০ ঘটনা
ব্রিকসে যোগ দেবে না আর্জেন্টিনা
নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুত বিশ্ববাসী
১০ টাকাতেই মিলবে বই
বিশ্বের সবচেয়ে ধনী নারী ফ্রাঁসোয়া বেটেনকোর্ট
সৌদি আরবে আরো একটি স্বর্ণের খনির সন্ধান
শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া