ক্যাটাগরি: পুঁজিবাজার

গ্যাস সংকটে হামিদ ফেব্রিক্সের কারখানা বন্ধ

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি হামিদ ফেব্রিক্স লিমিটেড গ্যাস সংকটের কারণে তাদের কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কেম্পানিটি জানিয়েছে, গত দুই বছর ধরে কারখানার গ্যাস লাইনে প্রয়োজনীয় চাপ (প্রেশার) না থাকায় উৎপাদন প্রক্রিয়া বারবার ব্যাহত হয়েছে। আমরা বিকল্প হিসেবে সিএনজি ও এলএনজি ব্যবহারের চেষ্টা করেছিলাম, কিন্তু সাম্প্রতিক গ্যাস সংকট এতটাই তীব্র হয়ে উঠেছে যে, উৎপাদন কার্যক্রম চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না।

এই পরিস্থিতিতে বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ১২ ও ১৬ ধারা এবং শ্রম বিধিমালা ২০১৫ এর ২৫ ও ২৬ বিধি অনুযায়ী, গত ২২ জুন থেকে কারখানাটি লে-অফ (অস্থায়ী বন্ধ) ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলেই কারখানা পুনরায় চালু করা হবে।

শেয়ার করুন:-
শেয়ার