ট্রাক্টরের ধাক্কায় অটোরিকশা যাত্রী অন্তঃসত্ত্বাসহ নিহত ২

ট্রাক্টরের ধাক্কায় অটোরিকশা যাত্রী অন্তঃসত্ত্বাসহ নিহত ২
হাসপাতালে যাওয়ার পথে নোয়াখালীর চাটখিল উপজেলায় ইটবাহী একটি ট্রাক্টরের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশাযাত্রী আত্মঃসত্ত্বা গৃহবধূসহ দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন।

আজ বুধবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টার দিকে রামগঞ্জ-ঢাকা মহাসড়কে চাটখিল ১১নং পুলসংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, অন্তঃসত্ত্বা গৃহবধূ সুলতানা আক্তার (২০) উপজেলার পরকোট ইউনিয়নের পূর্ব শোসালিয়া গ্রামের সোহাগের স্ত্রী এবং অটোরিকশাচালক ইদ্রিস মিয়া (৪৫) একই গ্রামের বাসিন্দা।

জানা গেছে, অন্তঃসত্ত্বা সুলতানা আক্তার তার মা সালেহা আক্তারকে নিয়ে অটোরিকশায় চাটখিল সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য যাচ্ছিলেন।

অটোরিকশাটি ১১নং পুলসংলগ্ন এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ইটবাহী একটি ট্রাক্টর তাদের সামনে থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি উল্টে দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে ছিটকে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই অন্তঃসত্ত্বা সুলতানা ও অটোরিকশাচালকের মৃত্যু হয় এবং আহত হন একজন।

চাটখিল থানার ওসি মো. আনোয়ারুল ইসলাম গণমাধ্যমকে জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। চালক পালিয়ে গেছে কিন্তু ঘটনাস্থল থেকে ট্রাক্টরটি জব্দ করা হয়েছে।

নোয়াখালী জেনারেল হাসপাতালে আহত সালেহা আক্তারকে উদ্ধার করে পাঠানো হয়েছে।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পা-বিহীন টিকটিকিসহ শতাধিক নতুন প্রজাতির আবিষ্কারের বছর ২০২৩
গলাব্যথা সারাতে কেন লবণ-পানি পান করবেন
থার্টিফার্স্টে মেট্রোরেলের আশপাশে ফানুস না ওড়ানোর অনুরোধ
মাশরাফির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন সোহান
ঢাবির অধীনে এডুকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির সুযোগ
আজ পীরগঞ্জ যাচ্ছেন শেখ হাসিনা
প্রকৃতি ও সংস্কৃতির সমন্বয়ে পরিবেশবান্ধব বাংলাদেশ গড়তে হবে
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করলো সৌদি
প্রথম দিনেই ‘সালার’ আয় ১৭৫ কোটি
টানা তিন বছর মুনাফা না থাকলে ব্যাংকাস্যুরেন্স সেবা নয়