অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বাংলাদেশে মানসম্মত যানবাহন উৎপাদন করার জন্য চীনা কোম্পানিগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, নিম্নমানের বাণিজ্যিক যানবাহনের কারণে সড়ক দুর্ঘটনা এখন প্রায় মহামারীর রূপ নিয়েছে এবং এতে বহু মানুষ প্রাণ হারাচ্ছে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে (আইসিসিবি) আয়োজিত ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ ইন বাংলাদেশ এক্সিবিশন ২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
বাণিজ্য উপদেষ্টা বলেন, যদি চীনা কোম্পানিগুলো বাংলাদেশে এসে উচ্চমানের যানবাহন উৎপাদন করে, তবে সড়ক খাতের ব্যাপক উন্নয়ন সম্ভব। একই সাথে তিনি বাংলাদেশের বর্তমান অর্ধ-ট্রিলিয়ন ডলারের অর্থনীতিকে দ্রুত এক ট্রিলিয়ন ডলারে উন্নীত করার ওপর গুরুত্ব দেন।
শেখ বশিরউদ্দীন চীন-বাংলাদেশের মধ্যে বিদ্যমান বাণিজ্য ঘাটতির বিষয়টিও তুলে ধরেন। তিনি জানান, বাংলাদেশ প্রতি বছর চীন থেকে প্রায় ২২ বিলিয়ন ডলারের পণ্য আমদানি করে, কিন্তু রফতানি হয় তার তুলনায় অনেক কম। তিনি চীনা রাষ্ট্রদূতকে রফতানিতে বৈচিত্র্য আনার জন্য আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার অনুরোধ করেন।
অনুষ্ঠানে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় প্রথম দেশ, যারা ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে’ ইতিবাচক সাড়া দিয়েছে। তিনি জানান, গত এক বছরে বাংলাদেশে চীনা বিনিয়োগ ২৫৪ শতাংশের বেশি বেড়েছে এবং ভবিষ্যতে চীন বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে আরও সহযোগিতা করতে প্রস্তুত।
বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সবুর হোসেন নবায়নযোগ্য জ্বালানি খাতে চীনা বিনিয়োগের আহ্বান জানান। অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মিরানা মাহরুখ বলেন, একটি বৈষম্যহীন সমাজ গড়তে আন্তর্জাতিক সহযোগিতা অপরিহার্য।
এই দুই দিনের আন্তর্জাতিক প্রদর্শনীতে বাংলাদেশ ও চীনের ৪০টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে, যার মধ্যে ৩২টি চীনের। প্রদর্শনীতে অবকাঠামো, প্রযুক্তি, জ্বালানি, স্বাস্থ্য, কৃষি, পরিবহনসহ বিভিন্ন খাতের পণ্য ও সেবা উপস্থাপন করা হয়েছে।