ডাকসু নির্বাচনে শিক্ষার্থীদের বিজয় উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আধিপত্যবাদের বিরুদ্ধে কণ্ঠস্বর শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রশিবির।
বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেলে শহীদ আবরার ফাহাদের পিতা বরকত উল্লাহকে সঙ্গে নিয়ে কবর জিয়ারত করেন তারা।
এসময় উপস্থিত ছিলেন শাখা সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য মু. মাহমুদুল হাসান, ইবি ছাত্রশিবির সেক্রেটারি ইউসুফ আলী, কুষ্টিয়া শহর সভাপতি আবু ইউসুফ, কুষ্টিয়া জেলা সভাপতি জাহাঙ্গীর আলম ও অন্যান্য নেতৃবৃন্দ।
কবর জিয়ারত শেষে নেতৃবৃন্দ জানান, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে প্রথম বীর শহীদ আবরার ফাহাদ। ২০১৯ সালে ৭ অক্টোবর আবরার ফাহাদকে শিবির ট্যাগ দিয়ে নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের সন্ত্রাসীরা শহীদ করে। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ইসলামী ছাত্রশিবির নিরঙ্কুশ বিজয় লাভ করে। এর মাধ্যমে ভারতীয় আধিপত্যবাদের মসনদ ভেঙেচুরে তছনছ হয়ে যায়। তাই আজকে আমরা গভীরভাবে শহীদ আবরার ফাহাদকে স্মরণ করে আজকে তার কবর জিয়ারত করতে আসি। আল্লাহর কাছে দোয়া করছি আবরার ফাহাদের রক্তের বিনিময়ে এদেশ ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্ত হবে এবং আল্লাহ তায়ালা শহীদ আবরার ফাহাদের শাহাদাতকে কবুল করুন।