বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন পুনর্গঠন করা হয়েছে। এতে আপিল বিভাগের বিচারপতি এস এম এমদাদুল হককে কমিশনের চেয়ারম্যান মনোনীত করে প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়।
সোমবার রাষ্ট্রপতির আদেশক্রমে অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এতে হাইকোর্ট বিভাগের বিচারপতি ফাতেমা নজীব, আইন ও বিচার বিভাগের উপসচিব (জেলা জজ) মো. আজিজুল হক ও আইন কমিশনের সদস্য ড. নাইমা হককে কমিশনের সদস্য হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।
কাফি