চাঁদপুর জেলার রাজরাজেশ্বর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পাটওয়ারী বাজারের পূর্ব পাশে বসবাসকারী আনোয়ার হোসেন প্রধানিয়া প্রায় ছয় মাস ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। আজ মঙ্গলবার তিনি পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পরিবারের দাবি ছিল- ইতোমধ্যে প্রায় ১০ লক্ষ টাকা চিকিৎসায় ব্যয় হয়ে গেছে। আর্থিক সংকটের কারণে চিকিৎসা চালিয়ে যাওয়া তাদের জন্য ছিল প্রায় অসম্ভব। তাই তারা সবার কাছে সহযোগিতার আহ্বান জানিয়েছিলেন।
গতকাল পর্যন্ত তার চিকিৎসার জন্য পরিবার মানবিক সাহায্যের আবেদন জানিয়েছিল।