রবির ও বিইউবিটির মধ্যে সমঝোতা স্মারক সই

রবির ও বিইউবিটির মধ্যে সমঝোতা স্মারক সই
বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি (বিইউবিটি) টেলিকম্যুনিকেশন সেবাদাতা প্রতিষ্ঠান রবি আজিয়াটা লিমিটেডের সাথে একটি সমঝোতা স্মারক সই করেছে ।আজ মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০ বিইউবিটি’র রূপনগরস্থ স্থায়ী ক্যাম্পাসের ইন্টারন্যাশনাল কনফারেন্স হলে।

সমঝোতা স্মারক অনুষ্ঠানে বিইউবিটির উপাচার্য প্রফেসর ড. ফৈয়াজ খান,এবং রবি আজিয়াটা লিমিটেডের চিফ এন্টারপ্রাইজ বিজনেস অফিসার মো. আদিল হোসেন নোবেল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্মারকে সই করেন।

এছাড়া বিইউবিটির উপ-উপাচার্য প্রফেসর ড. মো. আলী নূর,বিইউবিটির অ্যাডভাইজার প্রফেসর মো. আবু সালেহ , ফ্যাকাল্টি অব আর্টস এন্ড হিউম্যানিটিজরপ্রফেসর ডিন সৈয়দ আনোয়ারুল হক,ফ্যাকাল্টি অব ইঞ্জিনিয়ারিং এন্ড অ্যাপ্লায়েড সায়েন্সেসর ডিন প্রফেসর ড. মো. আলী আহমেদ, , ,বিইউবিটির রেজিস্ট্রার ড. মো. হারুন-অর-রশিদ, লিড ম্যানেজার সুমন কুমার বিশ্বাস, লিড ম্যানেজার, ম্যানেজার মোহাম্মদ শরীফুল ইসলাম,রবি আজিয়াটা লিমিটেডর করপোরেট একাউন্ট, ম্যানেজার নাজমুস শাহাদাত মুনিয়া এবং উভয় প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তাগণ স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সমঝোতা স্মারকে বিইউবিটি’র শিক্ষার্থীদের অনলাইন ক্লাস এবং পরীক্ষার জন্য স্বল্প মূল্যের উচ্চ-গতির ইন্টারনেট ডেটা সরবরাহ করাসহ শিক্ষা সংক্রান্ত বিভিন্ন বিষয় ছিল। প্রযুক্তিগত সহযোগিতায় শিক্ষার্থীদের পাশে থাকায় রবি এবং এর কর্মকর্তাদের আন্তরিক ধন্যবাদ জানান বিইউবিটি’র উপাচার্য ড. ফৈয়াজ খান।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

এনআরবি ডে অ্যাওয়ার্ড পেল বিকাশ
পাবনার সুজানগরে স্বপ্ন’র নতুন আউটলেট
জেসিআই বাংলাদেশ ২০২৪ লোকাল অফিসার্স ট্রেনিং সম্পন্ন
সর্বোচ্চ রেমিট্যান্স ও প্রবাসী সেবায় সম্মাননা পেলো ইসলামী ব্যাংক
ব্র্যাক ব্যাংক ও মেটলাইফের মধ্যে ব্যাংকাসুরেন্স চুক্তি
এসবিএসি ব্যাংকের ৮৯তম শাখা উদ্বোধন
ব্র্যাক ব্যাংক রিডিং ক্যাফেতে ‘বানিয়ালুলু’ নিয়ে আলোচনা
তিন জেলায় বিকাশের পেমেন্ট মেলা
সাফা ‘ওভারঅল উইনার’ ও ‘গোল্ড অ্যাওয়ার্ড’ অর্জন করলো ওয়ালটন
আইএফআইসি ব্যাংকের কম্বল বিতরণ কর্মসূচি উদ্বোধন