বাগেরহাটে অবৈধ তিন শতাধিক স্থাপনা উচ্ছেদ

বাগেরহাটে অবৈধ তিন শতাধিক স্থাপনা উচ্ছেদ
সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) বাগেরহাটে মহাসড়কের পাশে গড়ে ওঠা ৩ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে।

আজ মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত খুলনা-মোংলা সড়কের কাটাখালী মোড় এবং বাগেরহাট-খুলনা মহাসড়কের নওয়াপাড়া মোড় থেকে বাগেরহাট কেন্দ্রীয় বাসস্ট্যান্ড পর্যন্ত ১৫ কিলোমিটার সড়কে এ উচ্ছেদ অভিযান চালানো হয়। অভিযানে ৩ শতাধিক কাঁচা-পাকা স্থাপনা উচ্ছেদ ও গুঁড়িয়ে দেওয়া হয়।

এ সময় নির্বাহী প্রকৌশলী মো. ফরিদ উদ্দিন, পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মকর্তাসহ সওজের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) এর নির্বাহী প্রকৌশলী মো. ফরিদ উদ্দিন বলেন, মহাসড়ক ও আঞ্চলিক মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চলমান একটি প্রক্রিয়া। উচ্ছেদ অভিযানের আগে সড়কের জায়গার সীমানা নির্ধারণ, মাইকিং করে এবং পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে অবৈধ স্থাপনাকারীদের সতর্ক করা হয়েছে। এর পরেও যারা স্থাপনা সরিয়ে নেননি, তাদের স্থাপনা অপসারণ কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

 

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পেঁয়াজের দামে শঙ্কায় কৃষক, ক্ষুব্ধ ক্রেতা
ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি বন্ধ
তিনদিন সেন্টমার্টিনের হোটেল-মোটেল বন্ধ
চিটাগাং সিনিয়রস ক্লাবের নতুন প্রেসিডেন্ট বাবলু
স্থলবন্দর এলাকায় মর্টারশেল, ধ্বংস করলো সেনাবাহিনী
রংপুরের তারাগঞ্জ সভাস্থলে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল শুরু
ময়মনসিংহে মালবাহী ট্রাকে ট্রেনের ধাক্কা, নিহত ৪
এক জালে ১৫৯ পোপা মাছ, দাম হাঁকছেন ২ কোটি
রেললাইনের ক্লিপ খুলে নিলো দুর্বৃত্তরা, অল্পের জন্য রক্ষা