আগামীতে জামায়াতে ইসলামী রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে কর্মমূখী শিক্ষা ব্যবস্থা চালু করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর এডভোকেট ড. হেলাল উদ্দিন।
রোববার (০৭ সেপ্টেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামী মতিঝিল পূর্ব থানা কর্তৃক কমলাপুর শেরে বাংলা রেলওয়ে স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীর মাঝে সিরাতুন্নবী (সা.) উপলক্ষ্যে পুরস্কার বিতরণ পূর্বক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, জামায়াত সুযোগ পেলে আদর্শ ও নৈতিক জাতি গঠনে তরুণ প্রজন্মকে গড়ে তোলা হবে। অতীতে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় বসেছে তারা তরুণ প্রজন্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। তারা শিক্ষার্থীদের হাতে মাদক ও অস্ত্র তুলে দিয়েছে। তরুণ প্রজন্মকে বিপদগামী করে জাতিকে নেতৃত্ব শূন্য করার ষড়যন্ত্র করেছে। কারণ তারা চেয়েছে চিরকাল তারাই জাতির নেতৃত্ব দিবে। কিন্তু জাতি কোন দূর্নীতিগ্রস্ত নেতৃত্বকে কখনো মেনে নেয়নি, নিবে না। আদর্শ ও নৈতিকতাহীন দুর্নীতিগ্রস্ত নেতৃত্ব নতুন বাংলাদেশ গড়তে পারবে না। নতুন বাংলাদেশ গড়তে জাতি দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজমুক্ত আল্লাহভীরু নেতৃত্বতে নির্বাচিত করবে।
তিনি আরো বলেন, অতীতে যারাই ক্ষমতা বসেছে তারাই শিক্ষাকে দলীয়করণ করেছে। তাদের শিক্ষানীতি ছিল কুশিক্ষা নীতি। যেখানে বাস্তব শিক্ষা ও জীবন এবং কর্মমূখী কোন শিক্ষা নেই। যার ফলে সমাজে নৈতিকার অবজ্ঞা দেখা দিয়েছে। সমাজকে আলোকিত হলে শিক্ষিত সমাজ গঠন করতে হবে। সেই শিক্ষা দলের প্রধানের জীবনী নয়। সেই শিক্ষা হতে হবে মহানবীর (সা.) আদর্শিক শিক্ষা। ইসলামী নৈতিক শিক্ষার মাধ্যমে সৎ ও আদর্শ তরুণ প্রজন্ম গঠন করে বৈষম্যহীন একটি কল্যাণ ও মানবিক রাষ্ট্র গঠন করতে হবে। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ও জামায়াতে ইসলামী নৈতিক ও আদর্শিক মানুষ তৈরির কারখানা। যেখানে ইসলামিক নৈতিক ও আদর্শ শিক্ষা দেওয়া হয়। তাই জামায়াতে ইসলামীতে রয়েছে সৎ, যোগ্য, দক্ষ, ন্যায়পরায়ন, আল্লাহভীরু নেতৃত্ব। যারা আল্লাহকে ভয় করে তারা দুর্নীতি, সন্ত্রাসী, চাঁদাবাজি, দেশের সম্পদ বিদেশে পাচার করে না, করবে না। এজন্য নতুন বাংলাদেশ বিনির্মাণে জামায়াতে ইসলামীর নেতৃত্বে এগিয়ে আসতে তিনি উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান।
বাংলাদেশ জামায়াতে ইসলামী মতিঝিল পূর্ব থানা আমীর নুর উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে কমলাপুর শেরে বাংলা রেলওয়ে স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দসহ স্থানীয় ইসলামি ছাত্রশিবিরের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কাফি