দুটি বিশাল সমুদ্রগামী ট্যাংকার কেনার জন্য ব্র্যাক ব্যাংক মবিল যমুনাকে (এমজেএল বাংলাদেশ) প্রায় ১ হাজার ১৭০ কোটি টাকা (৯৫.৭৭ মিলিয়ন মার্কিন ডলার) ঋণ দিয়েছে। এটি বাংলাদেশের কোনো বেসরকারি ব্যাংকের পক্ষ থেকে শিপিং ও পেট্রোলিয়াম খাতে দেওয়া এখন পর্যন্ত সবচেয়ে বড় একক বৈদেশিক মুদ্রার ঋণ। সম্প্রতি এই দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এই চুক্তির ফলে এমজেএল বাংলাদেশ তাদের বহরে যুক্ত করেছে ‘এমটি ওমেরা গ্যালাক্সি’ নামের একটি বিশাল তেলবাহী ট্যাংকার। প্রায় ১ লাখ ১৬ হাজার ডেডওয়েট টন ধারণক্ষমতার এই জাহাজটি বর্তমানে বাংলাদেশের পতাকাবাহী সবচেয়ে বড় সমুদ্রগামী জাহাজ। এটি দেশীয় ও আন্তর্জাতিক পেট্রোলিয়াম কোম্পানিগুলোকে পরিবহন সেবা দেবে।
শুধু তাই নয়, এমজেএল বাংলাদেশ আরও একটি ‘আফ্রাম্যাক্স’ ট্যাংকার, যার নাম ‘এমটি ওমেরা লিবার্টি’, কেনার উদ্যোগ নিয়েছে। এটি বর্তমানে একটি জাহাজ নির্মাণ কারখানায় তৈরি হচ্ছে।
এই ঋণ চুক্তিটি গত ২ সেপ্টেম্বর ঢাকায় মবিল হাউসে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে স্বাক্ষরিত হয়। ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক তারেক রেফাত উল্লাহ খান এবং এমজেএল বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মুকুল হোসেন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
এ সময় ব্র্যাক ব্যাংকের চেয়ারপারসন মেহেরিয়া এম হাসান এবং এমজেএল বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক আজম জে চৌধুরীসহ দুই প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক তারেক রেফাত উল্লাহ খান জানান, এই ঋণ চুক্তিটি একটি ব্যতিক্রমী উদ্যোগ। এটি শুধু বাংলাদেশের সামুদ্রিক লজিস্টিক সক্ষমতা বাড়াবে না, বরং আন্তর্জাতিক বাণিজ্য সহজ করবে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নেও গতি আনবে। একই সাথে এটি বাংলাদেশে বৈদেশিক মুদ্রার প্রবাহ বাড়াতেও সহায়তা করবে।
এই ঋণ সুবিধা এমজেএল বাংলাদেশকে তাদের বহরে আধুনিক জাহাজ যুক্ত করার সুযোগ করে দেবে, যা বাংলাদেশের সামুদ্রিক বাণিজ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।