তিন দিন ধরে নিম্নমুখী পাম অয়েলের দাম

তিন দিন ধরে নিম্নমুখী পাম অয়েলের দাম
মালয়েশিয়ার বাজারে পাম অয়েলের দাম টানা ৩ দিন ধরে নিম্নমুখী রয়েছে। এ ধারাবাহিকতায় সর্বশেষ কার্যদিবসে দেশটিতে ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে পাম অয়েলের দাম আগের তুলনায় টনে ২ রিঙ্গিত হ্রাস পেয়েছে। বিশেষজ্ঞরা বলেছেন, শীত মৌসুমেও মালয়েশিয়া থেকে আন্তর্জাতিক বাজারে পাম অয়েলের রফতানি বৃদ্ধির দিকে রয়েছে। স্টার অনলাইন ও রয়টার্স সূত্রে এ তথ্য জানা যায়।

টানা ৩ দিনের মন্দা ভাবের ধারাবাহিকাতয় মালয়েশিয়ার বাজারে সর্বশেষ কার্যদিবসে পাম অয়েলের দাম আগের দিনের তুলনায় দশমিক ১ শতাংশ হ্রাস পেয়েছে। দিন শেষে মার্চে সরবরাহ চুক্তিতে প্রতি টন পাম অয়েলের দাম দাঁড়িয়েছে ৩ হাজার ৪৪২ রিঙ্গিত বা ৮৫১ ডলার ১৭ সেন্টে, যা আগের দিনের তুলনায় টনপ্রতি ২ রিঙ্গিত কম।

কুয়ালালামপুরের ব্যবসায়ীরা বলেন, সয়াবিন তেলের দাম আন্তর্জাতিক বাজারে কমতির দিকে রয়েছে। যুক্তরাষ্ট্রের শিকাগো বোর্ড অব ট্রেডে (সিবিওটি) সর্বশেষ কার্যদিবসে দশমিক ২ শতাংশ হ্রাস পেয়েছে। এর প্রভাব পড়েছে মালয়েশীয় পাম অয়েলের বাজারে। কমে গেছে পণ্যটির দাম। মালয়েশীয় পাম অয়েলের দাম এমনকি বাড়তি রফতানির তথ্যও চাঙ্গা করতে পারেনি।

এ মাসের প্রথম ২০ দিনে (১-২০ ডিসেম্বর) মালয়েশিয়া থেকে আন্তর্জাতিক বাজারে পাম অয়েল রফতানি আগের মাসের একই সময়ের তুলনায় ১৮ দশমিক ৯ শতাংশ বেড়েছে বলে সাম্প্রতিক এক নোটে জানিয়েছে পণ্যবাহী কার্গো চলাচল পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান ইন্টারটেক টেস্টিং সার্ভিসেস। এ তথ্য আগামী দিনগুলোয় মালয়েশীয় পাম অয়েলের দাম বাড়িয়ে দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

পা-বিহীন টিকটিকিসহ শতাধিক নতুন প্রজাতির আবিষ্কারের বছর ২০২৩
গলাব্যথা সারাতে কেন লবণ-পানি পান করবেন
থার্টিফার্স্টে মেট্রোরেলের আশপাশে ফানুস না ওড়ানোর অনুরোধ
মাশরাফির দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ভাঙলেন সোহান
ঢাবির অধীনে এডুকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তির সুযোগ
আজ পীরগঞ্জ যাচ্ছেন শেখ হাসিনা
প্রকৃতি ও সংস্কৃতির সমন্বয়ে পরিবেশবান্ধব বাংলাদেশ গড়তে হবে
দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর করলো সৌদি
প্রথম দিনেই ‘সালার’ আয় ১৭৫ কোটি
টানা তিন বছর মুনাফা না থাকলে ব্যাংকাস্যুরেন্স সেবা নয়