শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেছেন মো. আবু আবদুল্লাহ খান।
আজ বুধবার (৩ সেপ্টেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। এ সময় শরীয়তপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ তাহসিনা বেগম ফুলেল শুভেচ্ছা দিয়ে নতুন ইউএনওকে বরণ করেন।
দায়িত্ব গ্রহণ উপলক্ষে জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধি এবং সুধীজনেরা নতুন ইউএনওকে আন্তরিক শুভেচ্ছা জানান।
মো. আবু আবদুল্লাহ খান দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন এবং ভেদরগঞ্জ উপজেলার সার্বিক উন্নয়নে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।