ইবির গুম হওয়া শিক্ষার্থীর সন্ধানে ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি পুনর্গঠন

১৩ বছর ধরে গুম হওয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী ওয়ালিউল্লাহ-আল মুকাদ্দাসের সন্ধানে ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটির পুনর্গঠন করেছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।

সোমবার (১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভরপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মনজুরুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য নিশ্চিত করেছে।

অফিস আদেশ সূত্রে, ২০১২ সালের ৪ ফেব্রুয়ারি ঢাকার সাভার থেকে গুম হওয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুইজন মেধাবী শিক্ষার্থী দা’ওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ওয়ালি উল্লাহ এবং আল-ফিক্‌হ অ্যান্ড ল’ বিভাগের আল মুকাদ্দাস-কে ফিরিয়ে দেওয়ার দাবিতে ইসলামিক ইউনিভার্সিটি হিউম্যান রাইট’স সাপোর্ট সোসাইটি’র মানববন্ধনের পরিপ্রেক্ষিতে ২০২৫ সালের ৬ জানুয়ারি এ বিষয়ে তথ্য অনুসন্ধানের (Facts finding) জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়। যা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ২০২৫ সালের ৩১ আগস্ট আবার পুনর্গঠন করেছেন।

পুনর্গঠিত ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটিতে ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল হান্নান শেখ-কে আহ্বায়ক এবং পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক মো. মোয়াজ্জেম হোসেন-কে সদস্য-সচিব করা হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আ হুম তরীকুল ইসলাম, ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহা. খাইরুল ইসলাম ও কুষ্টিয়া জেলা দায়রা জজকোর্টের এ্যাডভোকেট এস এম শাতিল মাহমুদ।

এবিষয়ে কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. আব্দুল হান্নান শেখ বলেন, আমি অন্য বিশ্ববিদ্যালয়ে এসেছি ভাইবা বোর্ডের সদস্য হিসেবে। এবিষয়ে শুনেছি ডিপার্টমেন্টে একটা চিঠি এসেছে। ক্যাম্পাসে ফিরে এ বিষয়ে বিস্তারিত বলতে পারবো।

অর্থসংবাদ/সাকিব/এসএম

শেয়ার করুন:-
শেয়ার