রাজধানীতে প্রতিনিয়ত সড়কে বের হয়ে নানা ধরনের বিড়ম্বনায় পড়তে হয়। বিভিন্ন কর্মসূচির কারণে স্থবির হয়ে পড়ে নানা সড়ক। তাই সকালে বের হওয়ার আগে আজ কোথায় কোন কর্মসূচি তা জেনে নেওয়া প্রয়োজন।
শনিবার (৩০ আগস্ট) দিনের শুরুতেই দেখে নিন গুরুত্বপূর্ণ কিছু কর্মসূচির তালিকা।
পরিবেশ উপদেষ্টার কর্মসূচি
বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে বিকেল ৪টায় ‘দ্বিজেন শর্মা পরিবেশ পদক ২০২৪’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
বিএনপির কর্মসূচি
নেত্রকোনা মোক্তারপড়া মাঠে বেলা ১১টা জেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য সালাহউদ্দিন আহমেদ।
জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে বেলা ১১টায় আলোচনাসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য বেগম সেলিমা রহমান।
গুলশান ক্লাব হলরুমে বিকেল ৩টায় ‘Rebuilding Bangladesh: Tarique Rahman’s 31-Point Vision, Book Launch & Policy Dialogue on BNP’s Vision’ শীর্ষক বই প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য ড. আব্দুল মঈন খান।
মহাখালী ব্র্যাক বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বিকেল ৩টায় ভাসানী জনশক্তি পার্টির গণ-জমায়েতে অংশ নেবেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।
মেহেরপুর জেলা স্কুল মাঠে বেলা ১১টায় জেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য অধ্যাপিকা নার্গিস বেগম।
বাংলাদেশ সুপ্রিম পার্টি-বিএসপি
জাতীয় প্রেসক্লাবের অডিটরিয়ামে বেলা ১১টায় বৃহত্তর সুন্নি জোটের আত্মপ্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলন।