বিডিবিএল সিকিউরিটিজ লিমিটেডের (বিএসএল) ১২২তম পর্ষদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) কারওয়ান বাজারস্থ বিএসএলএর বোর্ড রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন বিএসএল’র চেয়ারম্যান ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসির ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও মো. জসীম উদ্দিন।
এ সময় কোম্পানীর নতুন পরিচালক, শাহাজালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের প্রাক্তক সিইও মোহাম্মদ আনোয়ার হোসেনকে পর্ষদ কর্তৃক ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন কোম্পানির পরিচালক মো. রোকোনুজ্জামান সিপিএফএ, এফসিএ; অর্থ মন্ত্রনালয়ের ডেপুটি সেক্রেটারি আফরোজা আক্তার রিবা, বিডিবিপিএলসি জিএম মো. আব্দুল মান্নান শেখ, কোম্পানির চীফ এক্সিকিউটিভ অফিসার এ. কে. এম. শরীফ হোসেন এবং কোম্পানী সেক্রেটারী এস.এম. গোলাম রব্বানী।