ক্যাটাগরি: পুঁজিবাজার

বিআইএফসির সর্বোচ্চ দরপতন

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ারদর পতনের শীর্ষে উঠে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কোম্পানি লিমিটেড (বিআইএফসি)।

সোমবার (২৫ আগস্ট) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রমতে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ১০ শতাংশ কমেছে। কোম্পানিটি ২৯ বারে ২১ হাজার ৬৯৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ফাস ফাইন্যান্স ও ইনভেস্টমেন্টের শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ০৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ৬৩ বারে ১ লাখ ৪৩ হাজার ৯৬৪ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ লাখ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা প্রিমিয়ার লিজিংয়ের শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৭০ শতাংশ কমেছে। কোম্পানিটি ১৫ বারে ৫১ হাজার ৯৫৯ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে- প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের ৮.৫৭ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের ৮.৩৩ শতাংশ, জিএসপি ফাইন্যান্সের ৭.৬৯ শতাংশ, নুরানী ডাইং অ্যান্ড সোয়েটারের ৭.৬৯ শতাংশ, ফারইস্ট ফাইন্যান্স ও ইনভেস্টমেন্টের ৭.৪১ শতাংশ, ফার্স্ট ফাইন্যান্সের ৭.৪১ শতাংশ এবং নিউ লাইন ক্লোথিংসের দর ৬.৪৫ শতাংশ দর কমেছে।

কাফি

শেয়ার করুন:-
শেয়ার