চবি’তে তিন দফা দাবিতে কর্মচারী ইউনিয়নের কর্মবিরতির ঘোষণা

চবি’তে তিন দফা দাবিতে কর্মচারী ইউনিয়নের কর্মবিরতির ঘোষণা
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি)অধিকাল ভাতা পুনরায় চালুসহ তিন দফা দাবিতে আজ সোমবার থেকে তিন দিনের কর্মবিরতি ঘোষণা দিয়েছে কর্মচারী ইউনিয়ন।

সোমবার (২১ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন চবি কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. আব্দুল হাই।

চবি কর্মচারী ইউনিয়নের সভাপতি মো. আব্দুল হাই বলেন, স্ট্যান্ডিং কমিটির মাধ্যমে পদোন্নতি, চারটি উচ্চতর গ্রেড বহাল ও অধিকাল ভাতা অর্থাৎ নির্ধারিত সময়ে দায়িত্ব পালনের পর অতিরিক্ত সময়কাল পর্যন্ত দায়িত্বরত থাকার নিয়ম পুনরায় চালুর দাবিতে গত ১৭ ডিসেম্বর মানববন্ধন করেছি আমরা। চবি প্রশাসন কর্মচারী ইউনিয়নের তিন দফা দাবির কোনো সুরাহা না করায় ২২, ২৩ এবং ২৪ ডিসেম্বর দুই ঘণ্টা করে (সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত) কর্মবিরতি পালন করবো।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে আমরা ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছি। তাই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের শান্তিপূর্ণ আন্দোলন চলবে। এ সময় সব কর্মচারী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে উপস্থিত থাকবেন।

আর্কাইভ থেকে

আরও পড়ুন

যুক্তরাষ্ট্রে ঢাবির সাবেক শিক্ষার্থীকে গুলি করে হত্যা
এসএসসির আগেই শিক্ষক নিবন্ধনের পরীক্ষা
নিয়োগ দেবে ইসলামী ব্যাংক, ৩৬ বছরেও আবেদনের সুযোগ
প্রাথমিকে বাৎসরিক ছুটি বাড়িয়ে নতুন তালিকা প্রকাশ
এইচএসসি পাসে চাকরি দেবে আগোরা
নতুন শিক্ষাক্রমে শিক্ষা হবে আনন্দময়
আজ ৪৬তম বিসিএসের আবেদনের শেষ সময়
থার্টি ফার্স্ট নাইটে ঢাবিতে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা
আইআইএবি’র এজিএমে বোর্ড অব গভর্নরসের ১০ সদস্য নির্বাচিত
বসুন্ধরা গ্রুপে চাকরি, আবেদন শেষ ৫ জানুয়ারি