বে-মেয়াদি মিউচুয়াল ফান্ড সিএপিএম ইউনিট ফান্ডের ইউনিটধারীদের জন্য লভ্যাংশ সংক্রান্ত সিদ্ধান্ত নিয়েছে ফান্ডটির ট্রাস্টি কমিটি। সিদ্ধান্ত অনুযায়ী, গত ৩০জুন, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ফান্ডের ইউনিটধারীরা কোনো লভ্যাংশ পাবেন না। আলোচিত বছরে ফান্ডটলোকসান করায় লভ্যাংশ না দেওয়ার এ সিদ্ধান্ত নেয় কমিটি।
বুধবার (২০ আগস্ট) অনুষ্ঠিত ফান্ডের ট্রাস্টি কমিটির বৈঠকে আলোচিত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর লভ্যাংশের এই সিদ্ধান্ত হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্রমতে, সর্বশেষ বছরে ফান্ডটির ১০০ টাকা অভিহিত মূল্যের প্রতি ইউনিটে প্রতি ৩ টাকা ৭৮ পয়সা লোকসান হয়েছে। আগের বছর ইউনিট প্রতি ১৮ টাকা ৫২ পয়সা লোকসান হয়েছিল।
আলোচিত সময়ে ফান্ডটির ইউনিট প্রতি ক্যাশ ফ্লো ছিল ৩ টাকা ৫২ পয়সা। আগের বছর ক্যাশ ফ্লো ছিল ৩ টাকা ৮১।
গত ৩০ জুন, ২০২৫ তারিখে ক্রয়-মূল্যের ভিত্তিতে ফান্ডের প্রতিটি ইউনিটের সম্পদ মূল্য (এনএভি) ছিল ১০৯ টাকা ১৮ পয়সা, যা বাজারমূল্যে ছিল ৮১ টাকা ২২ পয়সা।
ফান্ডটির সম্পদ ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছে সিএপিএম কোম্পানি লিমিটেড।