সপ্তাহের চতুর্থ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৮টি প্রতিষ্ঠানের মধ্যে ১২৪টির দর বেড়েছে। এর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে দুই কোম্পানি- ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক এবং প্যারামাউন্ট ইন্স্যুরেন্স পিএলসি।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
সূত্র মতে, বুধবার (২০ আগস্ট) ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ তালিকায় উঠে আসা ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক এবং প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের সমান ১০ শতাংশ করে বৃদ্ধি পেয়েছে। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানি দুটি।
দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হলো- ইস্টার্ণ ইন্স্যুরেন্স, সেন্ট্রাল ইন্স্যুরেন্স, মেঘনা সিমেন্ট, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, ইনটেক লিমিটেড, প্রাইম ইন্স্যুরেন্স, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এবং রূপালী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
এসএম