ক্যাটাগরি: পুঁজিবাজার

২২৩ শেয়ারের দরপতন, কমেছে সূচক-লেনদেন

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব মূল্যসূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলো মধ্যে ২২৩টির শেয়ারদর পতন হয়েছে। এদিন আগের কার্যদিবসের তুলনায় কমেছে লেনদেনের পরিমানও।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার (২০ আগস্ট) ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৩১ দশমিক ৪৮ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৩৭৯ পয়েন্টে।

এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ১১ দশমিক ৯২ পয়েন্ট কমে ১১৭৭ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ১৮ দশমিক ৫৫ পয়েন্ট কমে ২০৮৬ পয়েন্টে অবস্থান করছে।

আজ ডিএসইতে ৯৫৩ কোটি ৭৯ লাখ ৬৯ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ১ হাজার ৩৭ কোটি ৫৩ লাখ ৭১ হাজার টাকা।

এদিন ডিএসইতে মোট ৩৯৮টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১২৪টি কোম্পানির, বিপরীতে ২২৩ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৫১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত রয়েছে।

এসএম

শেয়ার করুন:-
শেয়ার