সপ্তাহের তৃতীয় কার্যদিবসে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব মূল্যসূচকের মিশ্র প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। সেই সঙ্গে টাকার অংকে লেনদেনের পরিমাণ এক হাজার কোটি টাকা ছাড়িয়েছে। এর আগে গত ০৩ আগস্ট লেনদেন হয়েছিলো ১ হাজার ১৩৭ কোটি টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার (১৯ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ৯ দশমিক ০১ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি অবস্থান করছে ৫ হাজার ৪১০ পয়েন্টে।
এছাড়া, ডিএসইর অপর সূচক ‘ডিএসইএস’ ৫ দশমিক ০৭ পয়েন্ট বেড়ে ১১৮৯ পয়েন্ট এবং ‘ডিএস-৩০’ সূচক ২ দশমিক ৯৩ পয়েন্ট বেড়ে ২১০৪ পয়েন্টে অবস্থান করেছে।
আজ ডিএসইতে ১ হাজার ৩৭ কোটি ৫৩ লাখ ৭১ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৯৭৫ কোটি ৮৫ লাখ ৬২ হাজার টাকা।
এদিন ডিএসইতে মোট ৪০০টি কোম্পানির শেয়ার ও ইউনিট হাতবদল হয়েছে। লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৬৪টি কোম্পানির, বিপরীতে ১৬৪ কোম্পানির দর কমেছে। পাশাপাশি ৭২টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর ছিলো অপরিবর্তিত।
এসএম