ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড পরিচালিত ইউসিবি ইনকাম প্লাস ফান্ড বিনিয়োগকারীদের জন্য আরেকটি সাফল্যের গল্প তৈরি করেছে। গত এক বছরে ফান্ডটি বিনিয়োগে দিয়েছে চমকপ্রদ ১৯ শতাংশ রিটার্ন। ২০২৩ সালের জুলাইয়ে যাত্রা শুরু করার পর থেকে ফান্ডটির মোট রিটার্ন দাঁড়িয়েছে ৩০ শতাংশ, যা দেশের ফিক্সড ইনকাম বিনিয়োগ খাতে বিরল সাফল্য।
ফান্ডটি সম্পূর্ণভাবে সরকারি ট্রেজারি বিল ও বন্ডে বিনিয়োগ করা, ফলে এখানে ডিফল্ট ঝুঁকি নেই। পাশাপাশি রয়েছে সহজে অর্থ উত্তোলনের সুবিধা ও মূলধন সুরক্ষার নিশ্চয়তা। ঝুঁকি এড়িয়ে স্থিতিশীল রিটার্ন পেতে ইচ্ছুক বিনিয়োগকারীদের জন্য এটি সবচেয়ে বিশ্বাসযোগ্য ও নিরাপদ বিনিয়োগের ঠিকানা।
বর্তমানে ফান্ডটির আকার দাঁড়িয়েছে ২৮০ কোটি টাকারও বেশি, যা বাংলাদেশের ফিক্সড ইনকাম ক্যাটাগরিতে সবচেয়ে বড় ফান্ড হিসেবে প্রতিষ্ঠিত করেছে ইউসিবি ইনকাম প্লাস ফান্ডকে।
ইউসিবি অ্যাসেট ম্যানেজমেন্টের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ রাশেদুল হাসান বলেন, আমরা আমাদের বিনিয়োগকারী, নিয়ন্ত্রক সংস্থা ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের সম্মানিত বোর্ড, সিনিয়র ম্যানেজমেন্ট ও সহকর্মীদের অব্যাহত সমর্থন ছাড়া এই সাফল্য সম্ভব হতো না। এই মাইলফলক আমাদের শৃঙ্খলাবদ্ধ বিনিয়োগ কৌশল এবং মূলধন সুরক্ষার প্রতি অঙ্গীকারের প্রতিফলন। সামনের দিনগুলোতে আমরা আরও উন্নত মানদণ্ড স্থাপন করতে প্রতিশ্রুতিবদ্ধ।