ক্যাটাগরি: পুঁজিবাজার

ফারইস্ট ফাইন্যান্সের সর্বোচ্চ দরপতন

সপ্তাহের প্রথম কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি দর হারিয়েছে ফারইস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। কোম্পানিটির শেয়ারের দাম ৬ দশমিক ৬৫ শতাংশ কমে যাওয়ায় এটি দরপতনের শীর্ষ তালিকায় উঠে এসেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, রবিবার (১৭ আগস্ট) দরপতনের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড। এদিন প্রতিষ্ঠানটির দর ৫ দশমিক ৪০ শতাংশ কমেছে। আর তৃতীয় স্থানে থাকা লিগ্যাসি ফুটওয়্যারের শেয়ার দর ৩ দশমিক ৫৩ শতাংশ কমেছে।

এছাড়া, ডিএসইতে দরপতনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- গ্লোবাল ইসলামী ব্যাংক, সাফকো স্পিনিং, উত্তরা ফাইন্যান্স, আরামিট পিএলসি, ফার্স্ট জনতা ব্যাংক মিউচুয়াল ফান্ড, রিজেন্ট টেক্সটাইলস এবং পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড।

এসএম

শেয়ার করুন:-
শেয়ার