ক্যাটাগরি: পুঁজিবাজার

মূল্য সংবেদনশীল তথ্য নেই ওরিয়ন ইনফিউশনের

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওরিয়ন ইনফিউশন লিমিটেডের শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানে না বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, কোম্পানিটির শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চেয়ে সম্প্রতি নোটিশ পাঠিয়েছে ডিএসই। এর জবাবে কোম্পানিটি জানায়, কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, গত ২৮ জুলাই কোম্পানিটির শেয়ার দর ছিল ৩৩৭ টাকা ৬০ পয়সা। আর গত ১৪ আগস্ট কোম্পানিটির শেয়ার দর ৪৫৯ টাকা ৯০ পয়সা উন্নীত হয়েছে। অর্থাৎ এসময়ে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১২২ টাকা ৩০ পয়সা।

এই দর বৃদ্ধিকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই।

এসএম

শেয়ার করুন:-
শেয়ার