ক্যাটাগরি: পুঁজিবাজার

দরবৃদ্ধির শীর্ষে জেমিনি সি ফুড

সপ্তাহের চতুর্থ কার্যদিবসে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৮টি প্রতিষ্ঠানের মধ্যে ১২১টির দর বেড়েছে। দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে জেমিনি সি ফুড পিএলসি।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার (১৩ আগস্ট) জেমিনি সি ফুডের শেয়ার দর আগের দিনের তুলনায় ১৫ টাকা ৭০ পয়সা বা ৯ দশমিক ৯৯ শতাংশ বেড়েছে, যার ফলে কোম্পানিটি দিনের দর বৃদ্ধির তালিকায় প্রথম স্থান দখল করে।

দর বৃদ্ধির এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল লিগ্যাসি ফুটওয়ার। কোম্পানিটির শেয়ার দর এদিন ৯ দশমিক ৭২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর তৃতীয় স্থানে থাকা ওরিয়ন ইনফিউশনের শেয়ার দর বেড়েছে ৮ দশমিক ৫১ শতাংশ।

এছাড়াও, ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি পিএলসি, সোনালী আঁশ, আল-হাজ্ব টেক্সটাইল, খান ব্রাদাস, ইস্টার্ন ক্যাবলস, বিএসসি এবং মনোস্পুল বাংলাদেশ পিএলসি।

কাফি

শেয়ার করুন:-
শেয়ার