শহীদের রক্তে গড়া চব্বিশের বিপ্লবকে সহজেই কোন চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের হাতে বিলীন হতে দেবো না বলে মন্তব্য করছেন জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর অ্যাডভোকেট ড. মো. হেলাল উদ্দিন।
মঙ্গলবার (১২ আগস্ট) সন্ধ্যার পর রাজধানীর মতিঝিল দক্ষিন জামায়াতের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
হেলাল উদ্দিন বলেন, অনেক রক্ত ও ত্যাগের বিনিময়ে দীর্ঘ ফ্যাসিবাদী শাসনের যে অবসান ঘটেছে তার লক্ষ্যই ছিল গনতন্ত্র ও ইনসাফ প্রতিষ্ঠা করা। সুতরাং অসংখ্য শিশু-কিশোর, ছাত্র-জনতার জীবন ও পঙ্গুত্বের বিনিময়ে অর্জিত এই বিপ্লব বা গণঅভ্যুত্থানকে কোন চাঁদাবাজ দুর্নিতিবাজদের হাতে বিলীন হতে দেওয়া হবেনা।
তিনি বলেন, ২৪ এর বিপ্লবীরা মনে করেন, প্রয়োজনীয় সংস্কার গণহত্যাকারীদের বিচার এবং সকলের জন্য সমান অধিকার নিশ্চিত করে নির্বাচন শান্তিপূর্ণ এবং নিরপেক্ষ হওয়া দরকার।
তিনি আরও বলেন, আমরা বাংলাদেশ জামায়াত ইসলামির পক্ষ থেকে কথা দিচ্ছি জনগণ যদি বাংলাদেশ জামাতে ইসলামীকে ভোট দিয়ে সরকার গঠনের সুযোগ দেয় তাহলে বাংলাদেশ জামাত ইসলামী চাঁদাবাজি দখল বাজি ও দুর্নীতি বন্ধ করার জন্য সর্বপ্রথম পদক্ষেপ গ্রহণ করবে। এর বিনিময়ে হয়তো আমাদের আবারও মাঠে নামতে হতে পারে। সেই প্রস্তুতি নেওয়ারও আহবান জানাচ্ছি।
মতিঝিল দক্ষিন থানা জামায়াতের আমির মুহাম্মদ মুতাসিম বিল্লাহর সভাপতিত্বে ও সেক্রেটারি ইমাম হোসেনের সঞ্চালনায় উক্ত কর্মী সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগরী দক্ষিনের সহকারী সেক্রেটারি ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য মুহাম্মদ শামছুর রহমান।
কর্মী সমাবেশে আরও উপস্থিত ছিলেন থানা জামায়াতের মজলিসে শুরা ও কর্মপরিষদ সদস্যবৃন্দ।