ক্যাটাগরি: পুঁজিবাজার

সোশ্যাল ইসলামী ব্যাংকের সর্বোচ্চ দরপতন

সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত মতে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৪১ শতাংশ কমেছে। কোম্পানিটি ২২০ বারে ৩ লাখ ৮৬ হাজার ২৯৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২৮ লাখ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা আরএসআরএম স্টিলের শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৮৫ শতাংশ কমেছে। তালিকায় তৃতীয় স্থানে থাকা মন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৭০ শতাংশ কমেছে।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে আইএফআইসি ব্যাংকের ৪.৬৯ শতাংশ, মালেক স্পিনিং মিলসের ৪.৬২ শতাংশ, এপেক্স ট্যানারির ৪.৫৫ শতাংশ, এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৪.১৭ শতাংশ, বাংলাদেশ অটোকারসের ৪.১৩ শতাংশ, ফার কেমিক্যালের ৪.০৯ শতাংশ এবং শেফার্ড ইন্ডাস্ট্রিজের ৩.৯৫ শতাংশ দর কমেছে।

শেয়ার করুন:-
শেয়ার